নতুন অ্যাডভেঞ্চার শুরু করলেন মিতিন মাসি! ‘একটি খুনির সন্ধানে মিতিন’ শ্যুটিং শুরু করলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

বর্তমানে টলিপাড়ায় কাজ নিয়ে খুবই ব্যস্ত অভিনেত্রী কোয়েল মল্লিক। একের পর এক কাজেই সময় কাটছে তাঁর। ফলে, ‘বিশ্রাম’ শব্দটা আপাতত এখন কিছুদিনের জন্য ভুলে গিয়েছেন। সম্প্রতি ‘সোনার কেল্লায় যকের ধন’ ছবির শ্যুটিং শেষ করেছেন কোয়েল। জানা গিয়েছে যে তার ঠিক এক সপ্তাহের মধ্যেই ‘মিতিন মাসি’ সিরিজের নতুন ছবির শ্যুটিং শুরু করে দিয়েছেন অভিনেত্রী।

গতবছর পুজোয় মুক্তি পেয়েছিল ‘জঙ্গলে মিতিন মাসি’। ফের ছ’ মাসের মধ্যে আবার নতুন গল্প নিয়ে মিতিন মাসি চলে এসেছেন। ছবির নাম ‘একটি খুনির সন্ধানে মিতিন’।

সাধারণত কোয়েল দুটো ছবির কাজের মধ্যে কিছুটা বিরতি নেন। কিন্তু এবারে সেটা ঘটেনি। সংবাদমাধ্যমে তিনি জানিয়েছেন যে তাঁর ফেব্রুয়ারিতে ছবিটার শুটিং শেষ হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু তারপর ডেটের সমস্যার জন্য দুটো ছবির শুটিংয়ের মধ্যে সময়টা কমে গিয়েছে।

image_2024_03_12T08_15_28_521Z

দু’বার মিতিন মাসি চরিত্রে অভিনয় করে আর কোনও ভয় নেই অভিনেত্রী। দ্রুত শুটিং শুরু করে দিয়েছেন তিনি। ফলে, তাঁর মতে ভয়ের আর কোনও কারণ নেই। মিতিন চরিত্রটি সম্পর্কে তাঁর ধারণা আছে বলেই সহজে এই চরিত্রে প্রবেশ করতে পারেন বলে মনে করছেন কোয়েল। কিন্তু তবুও প্রস্তুতি নিয়েছেন তিনি। এই বিষয়ে তিনি জানিয়েছেন যে তিনি কখনই দর্শককে নিরাশ করতে চান না। তিনি জানিয়েছেন যে যতটা সময় পেয়েছেন, নিজের ডায়েট এবং জিমের উপর মনোনিবেশ করেছেন। কারণ, এবার নাকি মিতিনকে দর্শক প্রচুর মারপিট করতে দেখবেন।

এর আগে ‘মিতিন মাসি’র পরিচালক জানিয়েছিলেন যে অন্যবারের মতই এবারেও কোয়েলের লুক খুব বেশি পাল্টানোর প্রয়োজন নেই। তবুও এবারে বদলানো হয়েছে ‘মিতিন মাসি’র চশমার ফ্রেম। এছাড়া নেক বেশি সাহসী দেখানো হবে তাঁকে এই ছবিতে। ফলে, সাজ পোশাকে সেই ছাপ রাখা হয়েছে।

কোয়েল মল্লিকের কাছে মিতিন মাসি হচ্ছে ‘স্বপ্নের চরিত্র’। ফলে, এই ছবি করতে সবসময় তিনি রাজি। তিনি মনে করেন  মহিলারা দিনের শেষে বিজয়ী। প্রতিটা বাঙালি পরিবারেই একজন করে মিতিন লুকিয়ে রয়েছেন। তিনি জানিয়েছেন যে সোশ্যাল মিডিয়ায় মিতিন চরিত্রে ঘন ঘন অভিনয়ের অনুরোধ আসে তাঁর কাছে। তবে, সেখানে শুধু মহিলা অনুরাগীরা নন, তালিকায় থাকেন পুরুষ অনুরাগীরাও। পার্থ (মিতিনের স্বামী) চরিত্রটাও অনেক দর্শক পছন্দ করেন। অভিনেত্রীর মতে পার্থ না থাকলে মিতিন হয়েতো কখনই লড়াই করতে পারতো না। অসম্পূর্ন থাকতো সবকিছুটা। 

জানা গিয়েছে যে ছবিটির বিভিন্ন চরিত্রে রয়েছেন সাহেব চট্টোপাধ্যায়, কণীনিকা বন্দ্যোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, মধুরিমা বসাক, রোশনি ভট্টাচার্য, অনসূয়া মজুমদার, দেবরাজ রায়, দুলাল লাহিড়ি, সন্দীপ দে, শতাফ ফিগার। আপাতত ছবির পরিচালক অরিন্দম শীল কোয়েলকে নিয়ে শহরের বিভিন্ন লোকেশনে ছবির শুটিং সারছেন। চলতি বছরের দ্বিতীয় ভাগেই ছবিটি মুক্তি পেতে পারে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...