কলকাতায় মুক্তি পেতে চলেছে ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত ‘একটি সিনেমার গল্প’

আগামী ২৯শে নভেম্বর মুক্তি পেতে চলেছে ভারত বাংলাদেশের যৌথ উদ্যোগে নির্মিত বাংলা ছবি ‘একটি সিনেমার গল্প’| সিনেমাটির পরিচালনায় আছেন আলমগীর| ছবিটিতে অভিনয়ে আছেন স্বয়ং আলমগীর, ঋতুপর্ণা সেনগুপ্ত, অরিফিন শুভ সহ আরও অনেকে|সিনেমা জগতের একজন প্রতিষ্ঠিত নায়িকা কবিতা| কাজের সুত্রে আলাপ পরিচালক আকাশের সাথে| তার ছবিতে কাজ করার মধ্যে দিয়েই আকাশের প্রতি প্রথমে ভালোলাগা ও পরে ভালবাসার সৃষ্টি হয় কবিতার মনে| অন্যদিকে আকাশ একজন বিবাহিত পুরুষ| সে তার বউ ও সন্তানকে খুব ভালবাসে| দিনের শেষে সে তার পরিবারের কাছেই ফিরে যেতে চায়| সুখে ও শান্তিতে থাকতে চায় তাদের সাথে| এই কথাটি সে কবিতাকে বারংবার বোঝাতে চাইলেও সে বুঝতে নারাজ| ফলে কবিতা বারবার আকাশ ও তার স্ত্রী-র মাঝে কলহের সৃষ্টি করে| শুধু তাই নয়, সমস্যার সৃষ্টি হয় তার ও আকাশের সম্পর্কের মধ্যেও| এদিকে আবার কবিতার সহশিল্পী সঞ্জীব ভালোবেসে ফেলে কবিতাকে| সে কবিতার খুব কাছে থেকেও কবিতার কাছের মানুষ, মনের মানুষ হয়ে উঠতে পারে না| এই ভাবেই সম্পর্কের টানাপড়েন ও বিভিন্ন জটিলতার মধ্যে দিয়ে এগোতে থাকে ‘একটি সিনেমার গল্প’|

সাফটা চুক্তির ভিত্তিতে তৈরী এই বাংলা ছবি| বাংলাদেশে ছবিটি মুক্তি পেয়েছিল ২০১৮ সালের ১৩ই এপ্রিল| ইতিমধ্যেই ছবিটি বাংলাদেশে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৯ পেয়েছে অনেক বিভাগ থেকে। যেখানে বেস্ট টিউন পেয়েছেন রুনা লায়লা, শ্রেষ্ঠ গায়িকা আখি আলমগীর, শ্রেষ্ঠ কোরিওগ্রাফি মাসুদ বাবুল এবং বেস্ট সাপোর্টিং অ্যাক্টর সাদেক বাচ্চু। এবার কলকাতায় ২৯শে নভেম্বর মুক্তি পেতে চলেছে এই ছবি| প্রায় ১৪টি পেক্ষাগৃহে দেখানো হবে এই ছবি| পরিচালক আলমগীর সহ সকল অবিনেতা ও অভিনেত্রী ছবিটি নিয়ে বেশ উৎসাহী ও আশাবাদী|

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...