মাধ্যমিক প্রশ্নপত্রে যাতে ভুল না থাকে তার ব্যাপারে সতর্ক করা হল পর্ষদকে

আসন্ন মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্রে যাতে একেবারে ভুল না থাকে সে ব্যাপারে পর্ষদকে নির্দেশ দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৩ ডিসেম্বর এ বছরের মাধ্যমিক টেস্ট পেপার আনুষ্ঠানিক উদ্বোধন করে এ কথা জানান তিনি। প্রতি বছরই মাধ্যমিকের প্রশ্নপত্রে কিছু না কিছু ভুল থাকে। যার ফলে ছাত্র-ছাত্রীদের ভুগতে হয়। এ ব্যাপারে যথেষ্ট সতর্কতা অবলম্বন করা জরুরি বলে জানান তিনি। বিভিন্ন বিষয়ে বেশ কিছু ভুল থাকছে প্রতি বছর। যাঁরা প্রশ্ন তৈরির কাজে যুক্ত, তাঁরা যাতে বারবার খুঁটিয়ে দেখেন, প্রয়োজনে 'হাজারবার চেক' করতে হবে বলেন তিনি। শিক্ষামন্ত্রীর সঙ্গে ছিলেন পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। 

    আসলে ছাত্র-ছাত্রীরা এই পরীক্ষার মাধ্যমেই এক নতুন জগতে প্রবেশ করে। তাই তাদের কাছে এমন প্রশ্নপত্র রাখা উচিত, যাতে তারা সাবলীলভাবে তার উত্তর দিতে পারে। এই রকম প্রশ্নপত্র তৈরী করা প্রশ্নকর্তাদের লক্ষ্য হওয়া উচিত। তা না করে যদি তাঁরা বাচ্চাদের অতিরিক্ত কঠিন প্রশ্নপত্র করেন, তাহলে তারা মানসিকভাবে ভেঙে পড়ে। গতবারের উচ্চমাধ্যমিক স্তরে পদার্থবিদ্যার প্রশ্নপত্র এমন হয়েছিল যে অনেকেই ইঞ্জিনিয়ারিং-এ সুযোগ পেয়েও তা নিতে পারেনি। কারন বহু ছাত্র-ছাত্রী পদার্থবিদ্যায় ফেল করেছিল। তাই সহজ সরল প্রশ্নপত্র তৈরী করা ভাল প্রশ্নকর্তার পরিচায়ক বলে মনে করেন সংসদ সভাপতি মহুয়া দাস

এটা শেয়ার করতে পারো

...

Loading...