ট্রেনে ফেরার চিন্তায় ইডেনের গ্যালারিতে বসে খেলা দেখতে পারছেন না? সুখবর নিয়ে এল পূর্ব রেল

ঘরের মাঠ অর্থাৎ ইডেনে বসে আইপিএলের ম্য়াচ দেখার মজাটাই আলাদা। আর তাই বহু ক্রিকেটপ্রেমীরাই নিজেদের টিমকে সমর্থন করতেই পোঁছে যায় কলকাতা শহরের নন্দন কাননে।

তবে, অনেকেই আছেন যারা রাতে খেলা থাকলে ইচ্ছে করলেও যেতে পারেন না শুধু বাড়ি ফেরার কথা ভেবে। চিন্তায় তাঁদের রাতের ঘুম উড়ে যায়। রাতে বাড়ি ফেরার ট্রেন না পাওয়ায় আর মাঠে আসা হয় না। অথবা এমনও দর্শকেরা আছেন যারা অর্ধেক ম্যাচ দেখেই বেরিয়ে আসেন। তবে এবার সেই সমস্ত জনতার জন্যই সুখবর নিয়ে এল পূর্ব রেল। ‘দুঃখ’-এর অবসান ঘটল তাঁদের। কেকেআরের খেলার দিনগুলোতে দর্শকদের কথা মাথায় রেখে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল।

রেল সূত্রে জানা গিয়েছে যে চলতি মাসের ২৬, ২৯ ও আগামী মাসে ১১ মে খেলা শেষ হওয়ার পর দর্শকদের গন্তব্যস্থলে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব নিয়েছে পূর্ব রেল।

ওই দিনগুলিতে একটি ১২ কোচের ইএমইউ ট্রেন রাত ১১:৫০ মিনিটে প্রিন্সেপঘাট থেকে ছেড়ে বারাসত পৌঁছবে রাত ১ টায়। এই ট্রেন প্রিন্সেপঘাট থেকে যাত্রা শুরু করে ইডেন গার্ডেন্স, বিবাদি বাগ, বাগবাজার, কলকাতা, দমদম জংশন, দমদম ক্যান্টনমেন্ট, বিরাটি, মধ্যমগ্রাম হয়ে বারাসতে পৌঁছবে। পাশাপাশী ওই দিনই অপর দিক থেকে একটি ১২ কোচের ইএমইউ ট্রেন মধ্যরাতে ১২:০২ মিনিটে বিবাদী বাগ থেকে ছেড়ে ইডেন গার্ডেন্স, প্রিন্সেপঘাট, মাঝেরহাট, নিউ আলিপুর, বালিগঞ্জ, সোনারপুর হয়ে বারুইপুর পৌঁছবে রাত ০১:৩২ মিনিটে।

পূর্ব রেলের তরফ থেকে এই ঘোষণা প্রকাশ্যে আসতেই খুশিতে আত্মহারা হয়ে পড়েছেন বহু ক্রিকেট প্রেমীরা। এবার সমস্ত চিনতে মুছে ফেলে কোনও সমস্যা ছাড়াই ইডেনের গ্যালারিতে বসেই পুরো খেলা দেখতে পাবেন সমর্থকেরা।

এটা শেয়ার করতে পারো

...

Loading...