চার্চিলের মুখোমুখি ইস্ট বেঙ্গল

নতুন বছরের আইলিগের প্রথম ম্যাচে গোয়ার ফাটোর্ডা স্টেডিয়ামে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলতে নামবে চার্চিল ব্রাদার্স। বিগত ম্যাচে ইন্ডিয়ান অ্যারোজের বিরুদ্ধে ২-১ হারে বার্নার্ডো ট্যাভারেজের দল। এই হারের পিছনে কারন হিসাবে তিনি জানান যে বিগত ম্যাচে অ্যারোজদের বিরুদ্ধে বেশি জায়গা দিয়ে ফেলেছিলেন তার দল, ফলে সেই সুযোগ কাজে লাগিয়েছে তারা।  অন্যদিকে আইলিগে রিয়েল কাশ্মীর ও মিনার্ভা পাঞ্জাবের বিরুদ্ধে ড্র ও নেরোকা ও ট্রাও এফসি-র বিরুদ্ধে জয় পেয়ে লিগ শীর্ষে রয়েছে ইস্ট বেঙ্গল। তাই তাদের বিরুদ্ধে জয় হাসিল করাটা যে খুব একটি সহজ কাজ হবে তা জানেন তিনি। বর্তমানে ইস্ট বেঙ্গলের স্প্যানিস খেলোয়াড়দের ছন্দে থাকা, চিন্তার ভাজ ফেলেছে ট্যাভারিজের। তবে তিনি যে লড়াই করতে প্রস্তুত তাও জানান তিনি। 

তবে ইস্ট বেঙ্গলের এই পারফরম্যান্সের জেরে যথেষ্ট উচ্ছ্বসিত কোচ আলেহান্দ্রো মেনেনডেজ। তার মতে দল হিসাবে যথেষ্ট ভাল খেলছে লাল হলুদ ব্রিগেড। তবে চার্চিলের মত প্রতিপক্ষকে অবমূল্যায়ন করা বুদ্ধিমানের কাজ হবে না। একটি ম্যাচ দেখে একটি দলকে বিচার করা ঠিক হবে না বলেও জানান লাল হলুদ কোচ। তাই চার্চিলের মত দলের বিরুদ্ধে জয় হাসিল করতে গেলে ‘ডিফেন্স’ থেকে শুরু করে ‘অ্যাটাক’ সকল ক্ষেত্রেই কোনও ত্রুটি রাখা চলবে না বলেও জানান আলেহান্দ্রো।তাই দুটি দলই যে বেশ কঠিন ম্যাচের মুখোমুখি হতে চলেছে, দুই দলের কোচের মুখে তা স্পষ্ট।  

এটা শেয়ার করতে পারো

...

Loading...