কলিঙ্গ সুপার কাপ ট্রফি জিতে চ্যাম্পিয়ন লিগ- ২ প্রতিযোগিতায় ছাড়পত্র পেল ইস্টবেঙ্গল

১২ বছর পর অবশেষে জয় পেল লাল-হলুদ ব্রিগেড। কলিঙ্গ সুপার কাপ জিতল ইস্টবেঙ্গল। ট্রফি জেতার পাশাপাশি আরও নতুন চমকের অপেক্ষায় রয়েছে এই দল।

জানা গিয়েছে যে ফের এশীয় পর্যায়ের প্রতিযোগিতায় খেলতে চলেছে লাল-হলুদ ব্রিগেড দল। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর যোগ্যতা অর্জন পর্বে খেলতে চলেছে তারা। সুপার কাপ জয় করে এই সুযোগ হাতের কাছে চলে আসে ইস্টবেঙ্গল দলের কাছে।

এছাড়া আরও জানা গিয়েছে যে পরের মরসুম থেকে আর এএফসি কাপ থাকছে না। সেই জায়গাতেই শুরু হতে চলেছে এএফসি চ্যাম্পিয়ন লিগ-২। এটাই হবে এএফসি-র দ্বিতীয় সারির ক্লাব প্রতিযোগিতা। সেখানে আইএসএল ম্যাচ জিতলেও চ্যাম্পিয়ন লিগে খেলার সুযোগ মিলবে না।

media_20240129_154445_2155488812836804876

তবে, যদি আইএসএল জেতে তাহলে সরাসরি গ্রুপ পর্বে খেলার সুযোগ মিলবে দলের। অর্থাৎ সুপার কাপ জিতলে যোগ্যতা অর্জন করে তবেই এএফসি চ্যাম্পিয়ম লিগ ২-এর গ্ৰুপ পর্বে যাওয়ার সুযোগ মিলবে।

আর সেই জন্যই ইস্টবেঙ্গল এবার খেলবে যোগ্যতা অর্জন পর্বে। তারা দক্ষিণ এশিয়া অঞ্চল থেকে যোগ্যতা অর্জন পর্ব খেলার ছাড়পত্র পেয়েছে।

আরও জানা গিয়েছে যে এই যোগ্যতা অর্জন পর্বে খেলার ছাড়পত্র পেয়েছে তাজিকিস্তানের রাভশান কুলব এবং তুর্কমেনিস্তানের আর্কাদাগ। তবে, এখনও আরও তিনটে ক্লাবের যোগ্যতা অর্জন বাকি আছে। সেগুলোর অপেক্ষায় রয়েছে সবাই।

জানা গিয়েছে যে এই যোগ্যতা অর্জন পর্বের খেলাগুলি শুরু হবে এই বছরের জুলাই মাস থেকে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...