মুখোমুখি ইস্টবেঙ্গল ও মোহনবাগান। জিতবে কারা?

কথাতেই আছে ‘সব খেলার সেরা বাঙালীর তুমি ফুটবল’। তাই বাঙালীর এই শ্রেষ্ঠ খেলাকে ঘিরে যে দর্শকদের উন্মাদনা তুঙ্গে থাকবে এটাই স্বাভাবিক। আর বাঙাল ঘটির দ্বন্দ্ব তো চিরন্তন। ইলিশ নাকি চিংড়ি? মিষ্টি নাকি ঝাল? এইসব প্রশ্নের পাশাপাশি যে প্রশ্নটা মাথায় আসে তা হল ইস্টবেঙ্গল নাকি মোহনবাগান? লাল হলুদ বনাম সবুজ মেরুনের এইযে লড়াই তা কিন্তু আজকের নয়। কেউ বলে ‘যতবার ডার্বি ততবার হারবি’। আবার কেউ বলে ‘রক্তের রং কিন্তু লাল’। পাড়ার মোড়ে মোড়ে চায়ের দোকানে এই তরজা আবার শুরু হতে চলেছে। মরশুমের প্রথম ডার্বি বলে কথা। ফুটবল প্রেমীদের উত্তেজনা চরমে। ডুরান্ড কাপের গ্ৰুপ পর্বে মুখোমুখি হতে চলেছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল মোহনবাগান সুপার জায়ান্ট ও ইস্টবেঙ্গল এফসির। সবুজ-মেরুণ বাহিনী ডার্বির আগে ডুরান্ড কাপের ২টি ম্যাচেই জয়লাভ পেয়েছে। অন্যদিকে লাল-হলুদ শিবিরের অবস্থা একটু টলোমলো।

processed-637ab972-0e82-4ce8-9e03-7e2c6b9ae766_wQyIW4Xw

শেষ কয়েক বছরের রেকর্ড বলছে ডুরান্ড ম্যাচে মুখোমুখি সাক্ষাতের পরিপ্রেক্ষিতে এগিয়ে থাকছে পালতোলা নৌকা। ইস্টবেঙ্গল শেষ ডার্বি যেতে ২০১৮-২০১৯ সালে। তখনও আইএসএলের ময়দানে পা রাখেনি এই দুই দল।২০১৯ এ আইলিগের ম্যাচে মোহনবাগানের বিরুদ্ধে জয়ী হয়েছিল মশাল বাহিনী। তারপর পরপর ৯বছর দুর্দান্ত খেল দেখিয়েছে পাল তোলা নৌকা।

ইতিহাস বলছে ডার্বিতে ইস্টবেঙ্গল ও মোহনবাগান মোট ৩৮৪ টা ম্যাচের মুখোমুখি হয়েছে। ইস্টবেঙ্গল জিতেছে ১৩২টি ও মোহনবাগানের স্কোর ১২৭। বাকি ম্যাচের মীমাংসা হয়নি। গতবছর ডুরান্ড কাপে জয় পেয়েছিলো মোহনবাগান। আইএসলেও তাঁদেরই আধিপত্য। এবার দেখা যাক। ইস্টবেঙ্গল বাহিনী কি পারবে তাঁদের মশাল প্রজ্জ্বলন করতে?

এটা শেয়ার করতে পারো

...

Loading...