আচমকা কোচের পদ থেকে ইস্তফা আলেহান্দ্রোর

ডার্বিতে হারের পর তাকে নিয়ে সমলোচনার ঝড় বয়ে গিয়েছিল। আচমকাই কোচের পদ থেকে ইস্তফা দিলেন আলেহান্দ্রো দ্য মেন্দেনেস। ফলে নতুন কোচের সন্ধানে নেমেছে ইস্টবেঙ্গল।

আলেহান্দ্রোর কোচিং জীবনে কোনও ট্রফি জিততে পারেনি ইস্টবেঙ্গল। তাঁর অধীনে ৪২টি ম্যাচ খেলে ২৪টি ম্যাচে জয়লাভ করেছে লাল-হলুদ বাহিনী। এদিকে দেশে ফিরে যাওয়ায় বোরহা গোমেজ পেরেজকে ছেড়ে দেওয়া হচ্ছে। তাঁর পরিবর্তে পিয়ারলেসে খেলা ক্রোমাকে অফার দেওয়া হয়েছে বাকি মরসুমের জন্য।

 কোয়েসের চিফ এক্সিকিউটিভ অফিসার সুব্রত নাগের মতে ডার্বির আগেই পদত্যাগ করতে চেয়েছিল আলেহান্দ্রো। কিন্তু ডার্বির আগে কোচ পদত্যাগ করলে তার প্রভাব দলের ওপর পরতে পারে এই আশঙ্কায় তাঁকে কাজ চালাতে অনুরোধ করা হয়। কিন্তু ডার্বিতে হারের পরেই গতকাল ব্যাক্তিগত কারন দেখিয়ে তিনি পদত্যাগ করেন। এই অবস্থায় নতুন কোচ হিসেবে করিম বেনশরিফার নাম ভেসে উঠেছে। এছাড়াও বেঙ্গালুরুর প্রাক্তন কোচ অ্যাশলে ওয়েস্টউড এর নামও আলোচনায় উঠে আসছে। গত মরসুমে আলেহান্দ্রোর সহকারী হিসেবে কাজ করা মারিয়া রিবেরোর নামও আলচনায় উঠে আসছে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...