শিবমন্দিরের দুর্গাপুজো

হাতে মাত্র আর কয়েকটা দিন। সারা বছর ধরে চলে এই কয়েকটা দিনের জন্য প্রস্তুতি। ইতিমধ্যেই শেষের পথে কলকাতার প্রথম সারি ক্লাবের পুজোর প্রস্তুতি। তেমনই দক্ষিন কলকাতা অন্তর্গত লেক টেম্পল রোডের শিবমন্দির উপস্থিত ছিলো জিও বাংলা।পুজোর উদ্যোগতারা জানালেন তাদের এবছরের থিমের কথা। এবছর শিবমন্দিরের থিম—মাটির টানে।content-shibmandir

যে সব বাঙালীরা নিজের শিকড় ছেড়ে কাজের তাগিদে পড়ে থাকেন বিদেশ বিভূয়ে, হয়ত তাদেরও ছোটবেলার পুজো গুলো কেটেছে এই শিকড়কে কেন্দ্র করে। হয়ত বা আজ তারা কাজের তাগিদে পৌঁছতে পারে না তাদের পুরোনো পাড়ায়। এই পুজোতে তাদের ঘরে ফেরার বার্তা দিতে চান শিবমন্দির ক্লাব কর্তৃপক্ষ। কিছুদিন আগেই তাদের এই থিমের ভাবনা আনুষ্ঠানিক ভাবে ঘোষনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুরকার জয় সরকার ও আরো অনেকে। ভাবনা মতই এগোচ্ছে কাজ। থিম নিয়ে আশাবাদি পুজো কমিটির উদ্যোগতারা।

এটা শেয়ার করতে পারো

...

Loading...