বিশ্বাসের গল্প বলবে ‘দুর্গা দুর্গেশ্বরী’

মা দুর্গা নয়। এ হল দুগ্গার গল্প। সে একটি সাধারণ মেয়ে। লেখাপড়া সে করে না। মা দুর্গাই তার ধ্যান জ্ঞান। বংশপরম্পরায় দুর্গা দুর্গেশ্বরী মন্দিরের সেবাইত তার পরিবার। মন্দিরকে দুগ্গা নিজের সন্তানের মতো লালন করে। 
ওদিকে আরেকটি পরিবারের কথা উঠে আসবে ধারাবাহিকে। যে পরিবারের সম্রাজ্ঞী উজ্জয়িনী। আর তার সহচর তারই ভাসুর ঠাকুর। এরা দুজনে মিলেই বাড়ির বড় ভাইয়ের ছেলে ওংকারের ক্ষতি করে প্রতিদিন। ওংকারের বাবা-মা গত হয়েছে। ওংকার জ্যোতিষশাস্ত্রে ভাল। ওদিকে উজ্জয়িনীও প্রথিতযশা জ্যোতিষী। তার জুড়ি নেই কেউ। কিন্তু একদিন সে জানতে পারে যে তার ঘরেই বসে আছে তার প্রতিদ্বন্দ্বী। সে হল ওংকার। আর তা জানার পরই ওংকারের ক্ষতি করতে উঠে পড়ে লাগে সে। কারণ সে জানে ওংকার তার জ্যোতিষচর্চা চালিয়ে গেলে তাকে হারানো মুশকিল। তাই প্রতিদিন তাকে ইনজেকশন দিয়ে প্রায় আচ্ছন্ন করে রাখে উজ্জয়িনী। ওংকারের মাথা যেন কিছুতেই কাজ না করে।

 কিঙ্করের স্ত্রী অর্থাৎ বড়মার কাছেই বেড়ে ওঠা ওঙ্কারের। বড় মা ওংকারের ভাল চায়। উজ্জয়িনী আর কিঙ্করের চক্রান্তে দিন দিন সে দুর্বল হতে শুরু করে।

ওদিকে উজ্জয়িনী দুর্গা দুর্গেশ্বরী মন্দিরটিকে নিজের কুক্ষিগত করতে চায় কারণ সেখানে রয়েছে একটি পুঁথি ‘ভবিষ্যভারতী’। ২০০ বছরের প্রাচীন এই পুঁথি। এই পুঁথি যার হাতে আসবে গ্রহ নক্ষত্র তার হাতের মুঠোয় চলে আসবে। তাকে কেউ হারাতে পারবে না কোনওদিন। পাশাপাশি সাধারণ মানুষকে নিজের কথা বোঝানোর আর বিশ্বাস করানোর পথও হয়ে যাবে মসৃণ। মন্দিরটিকে কুক্ষিগত করার আয়োজন শুরু করলে উজ্জয়িনীকে বাধা দেয় দুগ্গা। অসম লড়াই শুরু হয় দুজনের মধ্যে। ঘটনার জল এই পথেই গড়াবে নানাদিকে।

তবে, ওঙ্কারের জীবনে দুগ্গার আগমন ঘটবে তা বলাই বাহুল্য। কিন্তু তা কী ভাবে ঘটবে সেটাই দেখা যাবে ধারাবাহিকে।


দুগ্গার চরিত্রে ক্লাস নাইনের ছাত্রী সম্পূর্ণা মণ্ডল। এর আগে রানী রাসমণি ধারাবাহিকে জগদম্বার চরিত্রে অভিনয় করেছেন তিনি। তা ছাড়াও জয় কালী কলকাত্তেওয়ালি, অগ্নিজল সহ একাধিক ধারাবাহিকে দেখা মিলেছে সুকন্যার। 
টাকী, বোলপুর, কলকাতায় চলছে ধারাবাহিকের শুটিং। ধারবাহিকে গানের আধিক্য থাকবে। নতুন এবং কিছু পুরাতনী গান রয়েছে এই ধারাবাহিকে। 

ওংকারের চরিত্রে বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়, কিঙ্করের চরিত্রে রোহিত মুখোপাধ্যায়, উজ্জয়িনীর চরিত্রে অঙ্কিতা ঘটক।

২ সেপ্টেম্বর থেকে সোম থেকে রবি সন্ধে সাড়ে ৬ টায় সম্প্রচারিত হবে এই ধারাবাহিক।

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...