উত্তরবঙ্গের মানুষের জীবনের কাহিনী নিয়ে তৈরী ছবি 'দোতারা'। রাজবংশী গোষ্ঠীদের দুঃখ, যন্ত্রনা, অবহেলা, আত্মপরিচয়ের গল্প বলবে পরিচালক অমিতাভ দাসগুপ্তের এই ছবি। তবে মনে প্রশ্ন আসতেই পারে, সংগ্রামের দৃশ্য আলোকপাত হচ্ছে যেখানে সেখানে বাদ্যযন্ত্রের নামে কেন ছবি? এর নিরিক্ষেও রয়েছে অন্য এক গল্প। এক ভিন্ন ধরণের কাহিনী নিয়ে তৈরী এই ছবি। ছবিটিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সুব্রত দত্ত, সোনালী চৌধুরী, স্নিগ্ধা পান্ডে দীপঙ্কর দে, বিশ্বজিৎ চক্রবর্তী, সুমন ব্যানার্জ্জী, রাজেশ শর্মা ও প্রমুখ। ছবিতে উত্তরবঙ্গের বহু দুর্গম অঞ্চলে শুটিং করা হয়েছে, তবে পাহাড়-জঙ্গল ছাড়াও একটা নতুন উত্তরবঙ্গকে সবার সামনে তুলে ধরেছেন পরিচালক। আনুষ্ঠানিকভাবে সেই ছবির স্পেশাল স্ক্রিনিং হয়ে গেলো দক্ষিণ কলকাতার একটি মাল্টিপ্লেক্সে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির পরিচালক সহ আরও অনেকে। আর সেই আয়োজনের পুরোটাই ধরা পড়ল জিয়ো বাংলার পর্দায়।