নতুন চমক নিয়ে আসছেন সৌরভ স্ত্রী ডোনা, প্রথমবার পুরুষ চরিত্রে মঞ্চে এসে পারফর্ম করবেন তিনি

ফের এক নতুন চমক দিতে চলেছেন সৌরভের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়।

whatsapp_image_2024-01-18_at_15.53.01_1

তবে এবার একেবারে অন্যরকম চমক। প্রথমবার পুরুষ চরিত্রে মঞ্চে এসে সকলের সামনে দাঁড়াবেন শিল্পী। এবার ডোনা ও তাঁর নাচের একাডেমি দীক্ষামঞ্জুরীর ছাত্র-ছাত্রীরা পারফর্ম করতে চলেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের এক নাটক। নাম  ‘তাসের ঘর’।    

জানা গিয়েছে যে আগামী ২১ ও ২২ জানুয়ারি, কলকাতার জি.ডি. বিড়লা সভাঘর ও রবীন্দ্রসদনে সন্ধ্যা ৬:৩০ থেকে দীক্ষামঞ্জরী এবং দক্ষিণায়ণ ইউকে-এর যৌথ প্রয়াসে 'তাসের দেশ' পরিবেশিত হবে। সেই পার্ফরমেন্সের সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন আনন্দ গুপ্ত এবং নৃত্য পরিচালনার দায়িত্বে রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় স্ত্রী ডোনা।

এবার সেই নাটক ‘তাসের ঘর’-তেই রাজপুত্রের ভূমিকায় দেখা যাবে ডোনাকে। এটাই সেই বিরাট চমক! কারণ এর আগে ডোনা কখনই পুরুষ চরিত্রে অভিনয় করেননি। এছাড়া অন্যদিকে, সওদাগর পুত্রের ভূমিকায় দেখা যাবে রঘুনাথ দাসকে।

জানা গিয়েছে যে প্রথমদিন রবীন্দ্রসঙ্গীত শিক্ষায়তণ দক্ষিণীর বর্ষব্যাপী পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে জি.ডি.বিড়লা সভাঘরে এবং দ্বিতীয় দিন ‘তাসের ঘর’ মঞ্চস্থ হবে ভারতীয় বিদ্যা ভবনের উদ্যোগে রবীন্দ্রসদনে।

সম্প্রতি এই পারফর্মেন্সের জন্যই স্টেজে মহড়া দিচ্ছে পুরো দল।

এই বিষয়ে ডোনা গঙ্গোপাধ্যায় জানিয়েছেন যে এই প্রথমবার ‘তাসের দেশ’ করছেন তিনি এবং এই প্রথম কোনও পুরুষ চরিত্রে মঞ্চে আসবেন তিনি, এক রাজপুত্রের ভূমিকায়। সেই কারণে জোর কদমে মহড়া চলছে।

অন্যদিকে আনন্দ গুপ্ত জানিয়েছেন যে এবার সব মিলিয়ে অনেক বড় দল হবে। 'তাসের দেশ'-এ চরিত্র অনেকগুলো। গানের দলেও অনেকে আছেন। তিনিআশা করছেন যে সকলের এই প্রযোজনা খুবই ভালো লাগবে।  

প্রসঙ্গত, এর আগে দীক্ষামঞ্জরী এবং দক্ষিণায়ণ ইউকে-এর যৌথ প্রয়াসে রবীন্দ্রনাথের 'মায়ার খেলা, রবীন্দ্রনাথের মৃত্যু চেতনার গান নিয়ে মৃত্যু আঘাত লাগে প্রাণে', সকলের সামনে পরিবেশিত হয়েছিল।

এটা শেয়ার করতে পারো

...

Loading...