জেনে নিন কবে পালিত হবে দোলযাত্রা উৎসব

‘আজি বসন্ত জাগ্রত দ্বারে’ 

সরস্বতী পুজো দিয়ে শুরু হয়ে গিয়েছে বসন্তের আবাহন। শ্রী পঞ্চমী পর্ব মিটতে না মিটতেই শুরু হয়ে গিয়েছে বসন্তোৎসব তথা দোলযাত্রার দিন গোনা। ২০২৪-এ ফাল্গুনী পূর্ণিমার দিনই পড়েছে বছরের প্রথম চন্দ্রগ্রহণ।   

পঞ্জিকা মতে এই বছর ফাল্গুনী পূর্ণিমা পড়েছে আগামী ২৪ মার্চ,  ১০ চৈত্র সকাল ৯টা ৫৪ মিনিট থেকে। পূর্ণিমা থাকবে পরের দিন ২৫ মার্চ বেলা ১২টা ২৯ মিনিট পর্যন্ত। উদয়া তিথি অনুসারে দোল পালিত হবে ২৫ মার্চ। আর ২৪ মার্চ হোলিকা দহন।

বাংলার ন্যাড়াপোড়ার মতোই উত্তর ভারতের বিভিন্ন প্রান্তে পালিত হয় হোলিকা দহন। সঙ্গে অনুষ্ঠিত হয় পুজো। দহনের মধ্যে দিয়ে অশুভ শক্তিকে বিনাশ করে পুণ্য অর্জন করা যায় বলে প্রচলিত বিশ্বাস।

এই বছর দোল পূর্ণিমায় রয়েছে চন্দ্রগ্রহণ। বছরের প্রথম গ্রহণ পড়েছে দোলের দিনে। ২৫ মার্চ কন্যা রাশিতে গ্রহণ লাগবে চাঁদে। গ্রহণ শুরু হবে সকাল ১০টা ২৩ মিনিএ এবং গ্রহণ ছেড়ে যাবে বিকেল ৩টে ২ মিনিটে। চন্দ্র গ্রহণ চলবে ৪ ঘণ্টা ৩৬ মিনিট ধরে। তবে ভারত থেকে এই গ্রহণ দেখা যাবে না।

এ বছরের হোলি পালিত হবে ২৬ মার্চ।  

  • ট্যাগ

এটা শেয়ার করতে পারো

...

Loading...