গঙ্গার বুকে ফিরছে ডলফিন

তিন দশক পর ডলফিন ফিরল কলকাতায়। লকডাউনের আবহে অবরুদ্ধ দেশ। ঘরবন্দী মানুষ। স্তব্ধ কাজকর্ম। একই ছবি নদী বক্ষেও। হুগলী নদী এবং কলকাতা অঞ্চলের ঘাটগুলোতে চলাচল বন্ধ। আর তার ফলেই ফিরে এসেছে ডলফিন।
কলকাতার বিভিন্ন ঘাটে সাউথ এশিয়ান রিভার ডলফিনের দেখা মিলেছে। স্তন্যপায়ী জলজ এই প্রাণীটি বিপন্ন প্রজাতির। নদী দূষণের কারণেই হারিয়ে যেতে বসেছে তারা।
হুগলী নদীতে তাদের আবার ফিরে আসা আশা জাগাচ্ছে পরিবেশ কর্মীদের মনেও। লকডাউনে দূষণ কমছে শহরে। জল কিংবা স্থল সব ক্ষেত্রেই।


বিষয়টি পরিবেশ কর্মীদেরও নজরে এসেছে। তাঁরা সকলেই এক বাক্যে জানিয়েছেন, ডলফিনের ফিরে আসা নদীর জন্য সুসংবাদ। এই ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফারের ক্যামেরার লেন্সে ধরা পড়েছে গঙ্গায় ডলফিনের ছবি। তিনি জানিয়েছেন, আগে গঙ্গায় ডলফিন দেখা গেলেও দীর্ঘদিন তারা দিক বদল করেছিল। কেবলমাত্র দূষণের কারণেই। এই অতিথিদের ফিরে আসা জনসন দিচ্ছে নদীর জলে আবার ফিরছে স্বচ্ছতা।

এটা শেয়ার করতে পারো

...

Loading...