দেশবাসীর আতঙ্ক কাটাতে 'হ্যাপি' মুডে ডাক্তাররা

সুপারহিরোদের এতদিন মানুষ শুধু সিনেমা, কমিকস আর কল্পনায় দেখেছে। কিন্তু কোভিড-১৯ মানুষকে সত্যিকারের সুপার হিরো চেনাল। তাঁরা সত্যিই আছেন। আমাদের মধ্যেই। ডাক্তার, নার্স আর স্বাস্থ্যকর্মীদের চেহারায়। অতিমারীর থাবা থেকে মানুষকে রক্ষা করতে যাঁরা জীবন পণ লড়াই চালিয়ে যাচ্ছেন।
এবার সেই ডাক্তারদেরই দেখা গেল একেবারে অন্য ভূমিকায়। মুগ্ধ বিশ্ব স্যালুট জানাচ্ছে ৬০ ভারতীয় ডাক্তারকে।

করোনার আবহে মানসিক অবসাদের গ্রাসে যাতে না পড়ে মানুষ তার জন্যই গানের তালে পা মেলালেন দেশের নানা প্রান্তের ৬০ জন তরুণ চিকিৎসক। বার্তা অসময়েও ভালো রাখুন মন। যুদ্ধে জয় আসবেই। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন গায়ক ফেরিল উইলিয়ামের 'হ্যাপি'র সুরে মেতে ওঠেন তাঁরা। মুম্বই, বেঙ্গালুরু, কন্যাকুমারী এবং অন্যান্য জায়গার ডাক্তাররা এক ফ্রেমে আসেন এই গানের সূত্রেই।

ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হতেই ভাইরাল হতে সময় লাগেনি। ভারতে লকডাউন ৩০ দিন পার হয়ে গিয়েছে। এই তিরিশ দিন ধরে থমকে গোটা দেশ। এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যা ৩০ হাজারের কাছাকাছি। মৃত্যুর হারও বাড়ছে।
গোটা বিশ্বে ২৭ লক্ষ মানুষ করোনায় আক্রান্ত। অতিমারীর পাশাপাশি মানুষের মানসিক স্বাস্থ্যের সংকটও মনোবিজ্ঞানীদের ভাবাতে শুরু করেছে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...