বাজারে কত টাকায় পাওয়া যাবে টাটা অলট্রোজ?

আমাদের দেশে একাধিক ইঞ্জিন বিকল্পের সঙ্গে পাওয়া যায় এমন গাড়ি খুব কমই রয়েছে। এই তালিকাতেই রয়েছে টাটা মোটরসের টাটা অলট্রোজ গাড়ি। ভারতের দ্বিতীয় বৃহত্তম গাড়ি কোম্পানি হচ্ছে টাটা মোটরস।

এই চার চাকা গাড়ি শুধু পেট্রল নয়, CNG এবং ডিজেল ভার্শনেও পাওয়া যায়। ২০ কিলোমিটারের বেশি মাইলেজ দেয় এই গাড়ি। সেই কারণে ভারতে কম দামি গাড়িদের মধ্যে গ্রাহকদের বেশি উৎসাহ দিয়ে জনপ্রিয়তা অর্জন করছে এই টাটা অলট্রোজ। বর্তমানে টাটা কোম্পানির অন্যতম বেস্ট সেলিং মডেলই হচ্ছে এই অলট্রোজ।

দেখা গিয়েছে যে এই হ্যাচব্যাক মারুতি সুজুকির সবথেকে বেশ বিক্রি হওয়া মডেল মারুতি ব্যালেনোর প্রতিপক্ষ। ফলে, সংস্থা বাজারে নিজের জমি শক্ত করতে ডিজেল ইঞ্জিনের সঙ্গে পেট্রল ও CNG সিলিন্ডারের বিকল্পও রেখেছে। কিন্তু বিক্রির দিক থেকে ব্যালেনোর তুলনায় বেশ পিছিয়ে রয়েছে।

কিরকম দামে পাওয়া যাবে এই টাটা অলট্রোজ?

বাজারে গাড়ির মূল্য ৬.৬৫ লাখ টাকা থেকে ১০.৮০ লাখ টাকা (এক্স-শোরুম)। তবে ডিজেল ভ্যারিয়েন্টের গাড়ির দাম অন্য। XM Plus ডিজেল ভ্যারিয়েন্ট রয়েছে গাড়ির। সেটার দাম রয়েছহে ৮.৯০ টাকা।

আপনি যদি মারুতি ব্যালেনোর সঙ্গে দামের তুলনা করেন, তাহলে দেখা যাবে দুই গাড়ির দামের মধ্যে খুব একটা পার্থক্য নেই। ৬.৬৬ লাখ টাকা থেকে শুরু হচ্ছে ব্যালেনোর দাম। 

Banerjee Tata Office

এবার জেনে নেওয়া যাক টাটা অলট্রোজ গাড়ির সমস্ত ফিচার্স

এই টাটা অলট্রোজ গাড়িতে রয়েছে একগুচ্ছ নতুন ফিচার্স। অর্থাৎ আজকের দিনে দাঁড়িয়ে ক্রেতারা যেরকম ফিচার্স চান, সেরকমই রয়েছে এই গাড়িতে।

এই গাড়িতে বিনোদন ও ইনফোটেনমেন্টের জন্য রয়েছে ৭ ইঞ্চি টাচস্ক্রিন। এছাড়া সেমি-ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, ক্রুজ কন্ট্রোল, সিঙ্গেল পেন সানরুফ, অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল, হাইট অ্যাডজাস্ট ড্রাইভার সিট, পাওয়ার উইন্ডো, লেদার সিট, ফগ লাইট, অ্যালয় হুইলের মতন একাধিক ফিচার্সে তৈরি হয়েছে এই গাড়ি।

ইঞ্জিন কেমন রয়েছে টাটার এই অলট্রোজ গাড়িতে?

জানা গিয়েছে এই গাড়ির ইঞ্জিনের ক্ষেত্রে একাধিক বিকল্প পাওয়া যাবে। সেগুলি হল পেট্রল, ডিজেল এবং CNG। আপনি পাবেন ১.২ লিটার টারবোচার্জ পেট্রল ইঞ্জিন, ১.২ লিটার NA পেট্রল ইঞ্জিন এবং ১.৫ লিটার ডিজেল ইঞ্জিন। এছাড়া এর সঙ্গে থাকবে ৫ স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স। গাড়ির ইঞ্জিন ২৩.৬ কিমি প্রতি লিটার মাইলেজ দিতে সক্ষম। ফলে, সিটি রাইডিংয়ের জন্য এই গাড়ি বেশ ভালো। অনেকেরই পছন্দের তালিকায় রয়েছে এই গাড়ি।

এবার চলুন দেখে নেওয়া যাক যে কতটা সুরক্ষা দিতে পারবে এই গাড়ি?

টাটা মোটরস প্রমাণ করে দিয়েছে যে সুরক্ষার কথা উঠলে তারা কখনই আপোস করেনা। ফলে, এই গাড়ির ক্ষেত্রেও করেনি।

গ্লোবাল এনক্যাপ ক্র্যাশ টেস্টের পর এই গাড়িটিকে ৫ স্টার সেফটি রেটিং দিয়েছে। ডুয়াল এয়ারব্যাগ, রিয়ার পার্কিং সেন্সর, টায়ার প্রেশার মনিটর সিস্টেম, অ্যান্টি থেফট অ্যালার্ম, চাইল্ড সেফটি লক, অটো পার্ক ডোর-সহ একাধিক সেফটি ফিচার্সে পরিপূর্ণ এই টাটা অলট্রোজ গাড়িটি।

তাহলে কী ভাবছেন, আর দেরি না করে আজই কিনে ফেলুন এই গাড়ি।

টাটা মোটরস আর টাটা অলট্রোজের বিষয়ে আরও জানতে চাইলে আজই যোগাযোগ করুন এই টাটা ডিলারের সাথে। তথ্য রইল নীচে।

ব্যানার্জি টাটা:

শোরুমগুলি বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বোলপুর, সুরি, রামপুরহাট এবং কানলায় অবস্থিত।

ফোনের মাধ্যমে যোগাযোগ করতে হলে এই নম্বরে কল করুন - +91 74777 92320

এটা শেয়ার করতে পারো

...

Loading...