এই চিড়িয়াখানার অপরুপ দৃশ্য আপনার মন ভরিয়ে দেবে! কোথায় রয়েছে? জেনে নিন সমস্ত তথ্য

কোচবিহার জেলার তুফানগঞ্জ মহকুমা এলাকায় রয়েছে ছোট্ট একটি চিড়িয়াখানা। নাম "রসিকবিল মিনি জু"।

কোচবিহার জেলার মধ্যে এই চিড়িয়াখানাটি হল এক অন্যতম সুন্দর ও আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। এই চিড়িয়াখানাটি ছোট হলেও এখানে রয়েছে ঘড়িয়াল প্রজনন কেন্দ্র। ইতিমধ্যেই এই কেন্দ্রে জন্মগ্রহণ করেছে বেশ অনেক ক’টি ঘড়িয়াল। এরা বড় হয়ে ওঠার পর পাড়ি দেবে অন্য কোনও চিড়িয়াখানাতে। 

এই মিনি জুয়েয় প্রাকৃতিক সৌন্দর্য্য সকল মানুষের মন সহজেই আকর্ষণ করতে পারবে। শীতের মরশুমে এই মিনি চিড়িয়াখানার লেক বা জলাশয় মধ্যে প্রচুর পরিযায়ী পাখিরা আসে। এই পরিযায়ী পাখিদের দল দেখতে বহু মানুষ আসে এবং পাখি প্রেমীদের মন সহজেই আকর্ষণ করবে বলে বোঝাই যাচ্ছে।

1652127924_gharial

প্রতি বছর এই শীতের মরশুমে কোচবিহারের রসিকবিল মিনি জু-এ প্রচুর পর্যটকদের আগমন ঘটে। এই চিড়িয়াখনার বর্তমান টিকিটের মূল্য রয়েছে বড়দের জন্য ২৫ টাকা এবং ছোটদের জন্য মাত্র ১০ টাকা। আপনি যদি গাড়ি কিংবা বাইক নিয়ে আসেন, কোন অসুবিধে হবে না। তবে পার্কের ভেতরে পার্কিং এর ব্যাবস্থা নেই তাই পার্কের বাইরে পার্কিং করতে হবে। সেখানে পার্কিং জোন রয়েছে।

জানা গিয়েছে যে কোচবিহার জেলার জন্য এই পার্ক পর্যটন কেন্দ্রের বিকাশের ক্ষেত্রে অনেকটা গুরুত্বপূর্ন ভূমিকা পালন করছে। তবে পর্যটকদের দাবি যে এই চিড়িয়াখানায় আরও নিত্যনতুন জন্তু এই চিড়িয়াখানায় নিয়ে আসলে আরও বেশি ভাল হয়।

রসিকবিল মিনি জু-তে বেশ কয়েক ধরনের পাখির পাশাপাশি সাপ, চিতাবাঘ, বন বেড়াল, ঘড়িয়ালের মতন বহু প্রাণী রয়েছে।

তাহলে, এই চিড়িয়াখানা একদম মিস করলে চলবে না। এই শীতের মরশুমে ঘুরতে যাওয়ার তালিকায় ঝটপট লিস্টে লিখে ফেলুন রসিকবিল মিনি জু-এর নাম!

এটা শেয়ার করতে পারো

...

Loading...