ফের টলিপাড়ায় সত্যজিৎ রায়ের নস্টালজিয়া, আসছে সুমন মৈত্রের পরিচালনায় ‘আবার অরণ্যে দিনরাত্রি’

প্রায় প্রত্যেক বাঙালি ভ্রমণ করতে ভালোবাসেন। সেটা যেখানেই হোক না কেন। ভ্রমণপ্রিয় মানুষদের কাছে এটি হল একটা ‘নেশা’। সাতের দশকে এমনই এক গল্প বলেছেন সুনীল গঙ্গোপাধ্যায়। তাঁর লেখা উপন্যাস ‘অরণ্যের দিনরাত্রি’। সেখানে চার বন্ধু, অসীম, সঞ্জয়, হরি এবং শেখর পৌঁছে গিয়েছিলেন পালামৌতে। সেখানে থেকে খুব কাছে থেকে অরণ্যের দিন আর রাত্রি দেখবে তাঁরা।

সেই উপন্যাস পড়েই কালজয়ী সত্যজিৎ রায়, ক্যামেরাবন্দি করেছিলেন একই নামে। বানিয়েছিলেন এক ছবি। সেই ‘অরণ্যের দিনরাত্রি’ ছবিতে চার বন্ধু ছিল সৌমিত্র চট্টোপাধ্যায়, শুভেন্দু চট্টোপাধ্যায়, সমিত ভঞ্জ, রবি ঘোষ।

এবার ফের সেই গল্পকে কেন্দ্র করে একুশ শতকে আবারও নতুন রূপে আসছে ‘অরণ্যে দিনরাত্রি’। তবে, এখানে বদলেছে নাম, চরিত্র, ইত্যাদি। সুমন মৈত্রের পরিচালনায় আসছে ‘আবার অরণ্যে দিনরাত্রি’। এই ছবিতে কোনও পুরুষ নয়, ৪ বান্ধবী হারিয়ে গিয়েছেন পাহাড়ি পথে। ছবির প্রতিটি ভাগেই থাকবে বন্ধুত্বের ভালোবাসা।

এই ছবিতে মুখ্যভূমিকায় থাকছেন পায়েল সরকার, অলিভিয়া সরকার, রূপসা মুখোপাধ্যায় এবং তনিমা সেন। গত রবিবার প্রকাশ্যে এল এই ছবির পোস্টার। পোস্টার দেখে বোঝা যাচ্ছে যে উত্তরবঙ্গের সেই পাহাড়ি সৌন্দর্যের সঙ্গে চার বান্ধবীর গল্প।

1200-675-19171561-thumbnail-16x9-wb_11zon

জানা গিয়েছে যে সত্যজিতের ছবিতে বেড়াতে বেরিয়ে চার পুরুষ সংস্পর্শে এসেছিল চার নারীর সাথে। তবে কি সুমনের ছবিতেও চার নারীর সাথে এরকম বিপরীতটা ঘটবে?

পরিচালক ছবির গল্পের বিষয়ে সংবাদমাধ্যমে জানিয়েছেন যে এই ছবিতে নন্দিনী তার বন্ধু, এনাক্ষী, শ্বেতা এবং মিঠিকে তাদের ভ্লগ, "মুসাফিরানা"র জন্য উত্তরবঙ্গ ডুয়ার্সে নিয়ে যাবে। সেখানকার সৌন্দর্য, সুস্বাদু খাবারে যখন তারা মজে তখনই গল্পে আসবে একটা মোচড়। কি হবে এরপর? সেখান থেকে শুরু গল্প। তার জন্য প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া অব্দই অপেক্ষা করতে হবে। 

জানা গিয়েছে যে চলতি বছরের এপ্রিলেই আসতে চলেছে ‘আবার অরণ্যে দিনরাত্রি’। প্রযোজনার দায়িত্বে রয়েছেন ইন্দো-আমেরিকানা প্রযোজনা সংস্থা।  

এছাড়া পরিচালক আশা দিয়েছেন যে আগামী ছবিটি সত্যজিতের ‘অরণ্যের দিনরাত্রির’ সার্থক উত্তরসূরী হয়ে উঠবে। পাশাপাশি প্রকৃতির কোলে বন্ধু্ত্বের ভালোবাসার গল্প বলার চেষ্টা করেছেন পরিচালক।

এটা শেয়ার করতে পারো

...

Loading...