পরিচালক সৃজিত বাড়িতে এনেছেন তাঁর ‘ছোট মেয়ে’কে! কী খেয়ে দিন কাটাচ্ছে ‘উলুপি’?

টলি ইন্ডাস্ট্রির অন্যতম পরিচালক যাকে আমরা এক ডাকেই চিনতে পারি। তিনি সৃজিত মুখোপাধ্যায়। তাঁর ছবি মানেই সেখানে রয়েছে একটা অন্যরকম ব্যাপার এবং থাকবে নতুনত্বের ছোঁয়া।

তবে, কিছুদিন আগে একটা অবাক কাণ্ড ঘটিয়েছেন তিনি। ব্যস্ততার মাঝেই নিজের বাড়িতে এক নতুন অতিথিকে নিয়ে এসেছেন তিনি। কে সেই অতিথি জানেন? সৃজিত তাঁর বাড়িতে এনেছেন পাঁচমাসের একটি পাইথনকে। তার নামও দিয়েছেন পরিচালক। উলুপি। এই শখ তাঁর নতুন নয়, বহুদিন ধরেই সাপ পোষার শখ ছিল সৃজিতের। এবার সেই শখই পূরণ করলেন তিনি। কিন্তু জানেন এই উলুপি কি খায়?  চলুন জেনে নেওয়া যাক।

৮ মার্চ অর্থাৎ নারী দিবসের দিন সোশ্যাল মিডিয়ায় উলুপির ছবি প্রকাশ্যে আনে সৃজিত। সেই পোস্টেই এক নেটিজেন লেখেন উলুপি কী খেতে ভালোবাসেন। এই প্রশ্ন দেখে উত্তর দেওয়ার জন্য এক পায়ে রাজি ছিল সৃজিত। ফলে, তিনি জানিয়েও দিয়েছিলেন উলুপির ডায়েট।

পরিচালক উত্তরে লেখেন, “সাতদিনে একটা ইঁদুর”। উত্তর শুনে সবাই অবাক তো হয়েছে। কারণ পাঁচ মাসের একটা শিশু পাইথন সাতদিনে শুধু মাত্র একবার খায়! ভাবা যায়।

পরিচালক সৃজিত মুখোপাধ্যায় পোষ্য উলুপিকে বাড়িতে আনার পরেই মোটেই ছবি পোস্ট করেননি। অনেকেই ছবি দেখার আবদার করেছিলেন। কিন্তু তাঁর মতে একটু বড় হোক, বাচ্চার ছবি দেখাতে নেই। তাই দেখাইনি। অবশেষে, পাঁচ মাস হতেই, সকলকে মুখ দেখালো উলুপির।

image_2024_03_20T06_31_58_206Z

জানা গিয়েছে কলম্বিয়া থেকে উলুপিকে নিয়ে এসেছেন সৃজিত। তবে এরকম নাম কেন রেখেছেন জানেন? শোনা গিয়েছে যে এই নামের সাথে যোগ রয়েছে মহাভারতের। আসলে, উলুপি হলেন নাগকন্যা। এই উলুপির কথা মহাভারতের পাশাপাশি বিষ্ণু ও ভাগবত পুরাণেও উল্লেখ রয়েছে। পুরাণ অনুযায়ী, অর্জুন যখন বনবাসে ছিলেন তখন নাগকন্যা উলুপির সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল। সেই থেকেই সৃজিত রাম রাখেন তাঁর পোষ্যর।

প্রসঙ্গত, চলতি বছরের টলি ইন্ডাস্ট্রিতে একের পর এক কাজে ব্যস্ত রয়েছে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। তাঁর  ঝুলিতে রয়েছে অনেকগুলো ছবি।

আগামি ২২ মার্চ মুক্তি পাবে সৃজিত মুখোপাধ্যায়ের পরবর্তী ছবি ‘অতি উত্তম’। সেই ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন অনিন্দ্য সেনগুপ্ত এবং রোশনি ভট্টাচার্য।

এরপর আসতে চলেছে ‘টেক্কা’। সম্প্রতি সেই ছবির শ্যুটিংয়ের কাজ শেষ করেছেন পরিচালক। এই ছবিতে প্রথমবার সৃজিতের নির্দেশনায় কাজ করলেন দেব-রুক্মিণী জুটি। ২০২৪-এর পুজোয় মুক্তি পাবে ছবিটি। বর্তমানে ভূস্বর্গ কাশ্মীর নিয়ে কাজ করেছেন তিনি।

এটা শেয়ার করতে পারো

...

Loading...