দেশের অন্য বড় ফিল্ম ইন্ডাস্ট্রিরগুলোকে টক্কর দিয়ে বিজয় রথ এগিয়ে চলেছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির। একদিকে যেমন বানিজ্যিক দিক থেকে ছবি সফল হচ্ছে ঠিক তেমনিই দেশ ও বিদেশের বহু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলা ছবির প্রশংসা করা হচ্ছে। কিন্তু চলচ্চিত্রের মানের এই উন্নতির পিছনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে নতুন প্রজন্মের পরিচালকদের। এমনি এক পরিচালক হলেন সৌভিক দে। সম্প্রতি 'দাদা সাহেব ফালকে পুরস্কার' জিতেছেন সৌভিক। পরিচালক হিসেবে 'বিজয় দশমী' ও '৬০-এর পরে' জন্য সেরা পরিচালকের পুরস্কার জিতে নিয়েছেন তিনি। পরিচালক সৌভিক আগেও অনেকগুলো শর্ট ফিল্ম বানিয়েছিলেন। তারপরেই এই দুটি পূর্ণ দৈর্ঘ্যের ছবি পরিচালনা করেছেন তিনি। যেখানে তার প্রথম ছবি '৬০-এর পরে'তে অভিনয় করেছিলাম জয় সেনগুপ্ত, অনিন্দ্য বন্দোপাধ্যায়, রূপাঞ্জনা মৈত্র, অমিত শেঠি-সহ অনেকে।
অন্যদিকে তার পরিচালনায় 'বিজয়া দশমী' ছবিতে অভিনয় করেছেন রজতাভ দত্ত, আরিয়ান ভৌমিক, অনিন্দ্য বন্দোপাধ্যায়ের মতো অভিনেতারা। এছাড়াও খুব শীঘ্রই হিন্দি ছবির দুনিয়ায় পা রাখতে চলেছেন এই নবাগত পরিচালক। তার নতুন হিন্দি ছবির নাম 'ওয়ার্ল্ড ইজ মাইন'। এছাড়াও 'বরফি' নামক একটি বাংলা ছবির পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে তাকে।