শুভ্রজিৎ মিত্র পরিচালিত ‘দেবী চৌধুরানী’ জুটি বাঁধল আমেরিকা ও ইংল্যান্ডের সাথে!

এবার টলিপাড়ায় আসল বিরাট বড় সুখবর। পরিচালক শুভ্রজিৎ মিত্র পরিচালিত 'দেবী চৌধুরানী' সিনেমার সঙ্গে জুটি বাঁধল বিদেশ। আমেরিকা এবং ইংল্যান্ড। ছবির প্রযোজক সংস্থার তরফ থেকে এই দুর্দান্ত খবর প্রকাশ্যে এল।

তাঁরা জানিয়েছেন যে এই প্রথম কোনও বাংলা সিনেমা তৈরির ক্ষেত্রে তিন দেশ যুক্ত হয়েছে একসাথে। এছাড়া তিন দেশের সমন্বয় পদক্ষেপ BAFTA ও অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে এন্ট্রির জন্য এটি একটা বড় পদক্ষেপ। এই প্রসঙ্গে আরও জানা গিয়েছে যে এই দুই অ্যাওয়ার্ডে, ছবি যাওয়ার জন্য যেই সব শর্ত থাকে মধ্যে সব ছবির মধ্যে রয়েছে। 

ভারত, আমেরিকা ও ইংল্যান্ড একসঙ্গে মিলিত হয়েছে। এই খবর শুনে খুবই খুশী পরিচালক শুভ্রজিৎ মিত্র। এই বিষয়ে তিনি এক সংবাদ মাধ্যমে জানিয়েছেন যে বিগত কয়েক মাস ধরে এই কাজটি নিয়ে পড়েছিলেন তিনি। অবশেষে আমেরিকা ও ইংল্যান্ডের সঙ্গে জুটি বাঁধতে পেরে খুব খুশী তিনি।

1200-675-20204982-thumbnail-16x9-kk

তাঁর মতে এই কাজ সম্পন্ন হয়েছে 'দেবী চৌধুরানী' টিমের প্রচেষ্টার কারণে এবং এই ছবি তিন দেশের সমন্বয়ে তৈরি হচ্ছে তাই BAFTA ও অ্যাকাডেমি অ্যাওয়ার্ডেও যেতে পারে।   

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সেই ঐতিহাসিক উপন্যাস, 'দেবী চৌধুরানী'। সেই গল্পের অবলম্বনে ছবি তৈরি করছেন শুভ্রজিৎ। দেবী চৌধুরানীর চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এছাড়া ছবিতে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী, বিবৃতি চট্টোপাধ্যায়, দর্শনা বণিক, কিঞ্জল নন্দের মতো বহু অভিনেতা-অভিনেত্রীদের।  

মোট ৭টি ভাষাতে বিশ্বজুড়ে ২০২৪ সালে ছবিটি মুক্তি পাবে। এছাড়া জানা গিয়েছে বীরভূম, ঝাড়খণ্ড, পুরুলিয়া, বিহার ও কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে শুট্যিং হয়েছে।

পরিচালক শুভ্রজিৎ মিত্র ছবি প্রসঙ্গে জানিয়েছেন যে অনেক লার্জ ক্যানভাসে ছবি শ্যুট করা হয়েছে, যা এর আগে কোনও বাংলা সিনেমায় হয়েনি। জানা গিয়েছে প্রায় এক বছর ধরে হয়েছিল প্রি প্রোডাকশনের কাজ।

প্রসঙ্গত ২০২১ সালে শুভ্রজিৎ মিত্র পরিচালিত 'অভিযাত্রিক' বেশ সাড়া ফেলে দিয়েছিল দর্শকদের মধ্যে। সত্যজিৎ রায়ের অপু ট্রিলজির সিক্যুয়েল সেই ছবি ২৭টি আন্তর্জাতিক খ্যাতিও অর্জন করে। এবার বঙ্কিমচন্দ্রর ‘দেবী চৌধুরানী’ মুক্তির অপেক্ষায় সমস্ত দর্শকেরা।

এটা শেয়ার করতে পারো

...

Loading...