‘দত্তা’-র পর দ্বিতীয় ছবির দিকে এগোচ্ছে পরিচালক নির্মল চক্রবর্তী সাথে রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘দত্তা’ দিয়ে পরিচালনায় হাতেখড়ি হয়েছিল নির্মল চক্রবর্তীর। সেই ছবি বড় পর্দায় ভালোই সাফল্য পেয়েছে। হইহই করে ১০০ দিন চলেছে প্রেক্ষাগৃহে। এখন হইচই ওয়েব প্ল্যাটফর্মে ছবিটি দেখতে পাওয়া যাচ্ছে। তবে, শোনা যাচ্ছে প্রথম ছবি সাফল্য পেতে এবার দ্বিতীয় ছবির পরিচালনার কথা ভাবছে পরিচালক নির্মল চক্রবর্তী।

বৃহস্পতিবার এক সংবাদ মাধ্যমকে সেই আশ্বাস দিয়েছেন পরিচালক। তিনি জানিয়েছেন, তিনি এবার অন্য প্রযোজনা সংস্থার হয়ে ছবি বানাতে চলেছেন। তিনি বলেছেন যে প্রযোজনা সংস্থার দুটো আবদার ছিল। প্রথমত, নায়িকা হবেন ঋতুপর্ণা সেনগুপ্ত এবং দ্বিতীয়ত ‘দত্তা’র পরিচালককেই দরকার তাঁদের। তার কথায় জানা যায় যে নায়িকা রাজি। তিনি জানিয়েছেন, খুব শ্রীঘ্রই নতুন খবর প্রকাশ্যে আসতে চলেছে।

তিনি সংবাদ মাধ্যমকে আরও জানিয়েছেন যে তিনি বরাবরই সাহিত্যধর্মী ছবি বানাতে চেয়েছিলেন।এটা বাংলা ছবির ঘরানা। পরের ছবিও সে রকমই কিছু হতে চলেছে। এখন নাকি গল্প বাছাইয়ের কাজ চলছে। জানা যায় যে গল্পটি নায়িকা নির্ভর হতে হবে এবং একই সঙ্গে নায়কের অভিনয়েরও সুযোগ থাকবে। জানা যায় গল্প যদি পছন্দ হয় তবে,  চিত্রনাট্যের কাজ শুরু হয়ে যাবে।

‘দত্তা’য় দেখা গিয়েছিল ঋতুপর্ণার বিপরীতে দুই নায়ককে। জয় সেনগুপ্ত ও সাহেব চট্টোপাধ্যায়। তাহলে, আগামী ছবিতে নায়িকার বিপরীতে কে থাকতে চলেছে? এই বিষয়ে নির্মলের দাবি যে ঋতুপর্ণার সঙ্গে তাল মিলিয়ে অভিনয় করতে পারে এমন কাউকেই তিনি চাইছেন।তাঁর খুব ইচ্ছে, আগামী ছবিতে শাশ্বত চট্টোপাধ্যায় থাকুক।

নায়ক বিষয়ে পরিচালক নির্মল জানিয়েছেন যে গল্প ঠিক হওয়ার পরেই নায়কের কথা ভাববেন। তখন চরিত্র বুঝে শাশ্বতকে বলা হবে। তাঁর মতে, শাশ্বত-ঋতুপর্ণাকে নেওয়ার আরও একটা কারণ রয়েছে সেটা হচ্ছে, এর আগে কমলেশ্বর মুখোপাধ্যায়ের 'গুডনাইট সিটি', ইন্দ্রাশিস আচার্যের ‘পার্সেল’, মুরারি এম রক্ষিতের ‘ছুটি’ ছবিতে জুটি বেঁধেছিলেন এই জুটি। তাই, পরস্পরের বোঝাপড়া ভাল হবে এবং একই সঙ্গে তাঁদের রসায়ন দর্শক প্রশংসিত।

কবে থেকে শুট শুরু হবে? এই নিয়ে পরিচালক জানালেন যে প্রযোজক নাকি তাড়া দিচ্ছেন যাতে এই বছরেই শুট শুরু হয়। কিন্তু জানা গিয়েছে যে ঋতুপর্ণার হাতে প্রচুর কাজ রয়েছে এখন এবং গল্পও নির্বাচিত হয়নি। নির্মল জানিয়েছেন যে তিনি সব কিছু গুছিয়ে তবেই দ্বিতীয় পরিচালনায় হাত দেবেন ।

এটা শেয়ার করতে পারো

...

Loading...