স্বামীর সঙ্গে বেরিয়ে নিখোঁজ দেবলীনা!

আগেই দেখা গিয়েছিল প্রথম ঝলক আর টিজার পোস্টার। এবার সামনে এল মুখ্য চরিত্রের পোস্টার। আসছে Klikk Originals এর আগামী ওয়েব সিরিজ। জন হালদার এর প্রযোজিত ও পরিচালিত রোমহর্ষক থ্রিলার NH6 | এই ওয়েব সিরিজের মুখ্য ভূমিকায় দেখা যাবে রাজেশ শর্মা, দেবলীনা দত্ত ও যুধাজিত সরকারকে। পোস্টারে দেখা যাচ্ছে পুলিশ আধিকারিক রাজেশ শর্মাকে। দেবলীনা ও যুধাজিত সিরিজের দুই মুখ্য চরিত্র বব আর নিমিশা।   

থ্রিলার কাহিনির কেন্দ্রে NH6 হাইওয়ে। মাইল ফলকে লেখা ‘চিমটি’। পাহাড় আর জঙ্গলের ধারে পেট্রোল পাম্প। গল্পে রিয়েল এস্টেট ব্যবসায়ী বব। বব ও তার স্ত্রী নিমিশা একদিন সকালে গাড়ি নিয়ে নিমিশার বাপের বাড়ির অভিমুখে যাত্রা শুরু করে। বব এই প্রথমবার তার শ্বশুরবাড়ি যাচ্ছে।

হঠাৎই ফাঁকা রাস্তায় গাড়ি খারাপ হয়ে যায় তাদের। অগত্যা বব ফোন করে একটি tow truck কে তলব করে। ইতিমধ্যে তাদের সাহায্য করতে আসে এক অচেনা ব্যক্তি। শুনশান রাস্তায় আর কোনও উপায় না দেখে তাকেই একরকম বিশ্বাস করতে বাধ্য হয় বব। কিন্তু সেই ব্যক্তিকে নিয়ে নিমিশার অস্বস্তি কিছুতেই যান না। ঘৎতে থাকে একের পর এক অদ্ভুত ঘটনা। নিখোঁজ হয়ে যায় ববের স্ত্রী নিমিতা।

পুলিশের দ্বারস্থ হন বব। কিন্তু সেখানে গিয়ে আর এক কাণ্ড! ববকে কেউ বিশ্বাসই করতে চান না। এমনকী শাশুড়িও চিনতে অস্বীকার করেন জামাইকে।

নিমিশার কোন হদিশ না পেয়ে পুলিশের সন্দেহ হয় যে আসলে নিমিশা বলে আদৌ কেউ ছিল কি না। তদন্ত চলাকালীন তাদের মনে হতে লাগে যে, পুরো ঘটনাটি মিথ্যে সাজিয়ে তুলে ধরেছে বব।

রহস্য আরও ঘনীভূত হয় জনৈক কিডন্যাপারের ফোনে।  সে বড়সড় মুক্তিপণ দাবী করে জানায় যে নিমিশাকে কিডন্যাপ করা হয়েছে।

পুলিশ এবং বব তৎপর হয় নিমিশা কে উদ্ধার করতে। জানা যায় এই পুরো ঘটনার পেছনে এক কুচক্রী মাথা আছে। কে সেই মাস্টারমাইন্ড?এই সবের উত্তর পাওয়া যাবে এই মাসের শেষে।

সিরিজে অন্যান্য ভূমিকায় দেখা যাবে গৌরব মল্লিক ও মধুমিতা সেনগুপ্তকে। কাহিনি লিখেছেন সৌমিক চট্টোপাধ্যায়।সিনেমাটোগ্রাফার অনির। সঙ্গীত নির্দেশক দিশারী। চিত্রনাট্য, সংলাপ ও প্রধান সহকারী পরিচালক সঞ্জয় ভট্টাচার্য। সম্পাদনায় কৌশিক সরকার।  

এটা শেয়ার করতে পারো

...

Loading...