সাইবার প্রতারণার সচেতন বার্তা দিতে টলিপাড়ায় নতুন ছবি আনছেন নবীন পরিচালক দেবারতি ভৌমিক

আপনার হাতে যেই স্মার্টফোনটা রয়েছে সেটা কতটা বিপদজনক আপনি জানেন? এই স্মার্টফোন কেড়ে নিতে পারে আপনার উপার্জিত টাকা পয়সা? সাইবার ক্রিমিনালদের প্ররোচনায় আপনার সঙ্গে যে কোনও মুহূর্তে ঘটে যেতে পারে যেকোনও রকম প্রতারণা! কিন্তু এই প্রতারণাই দিনে দিনে বেড়ে যাচ্ছে। কারণটা একটাই, সেটা হল সচেতনতার অভাব। আর তাই প্রতিটি মানুষদের সচেতন করতেই টলিপাড়ায় আসছে ‘নজরবন্দি’। 

আন্তর্জাতিক নারী দিবসেই টলিপাড়ায় নতুন ছবির ঘোষণা করলেন নবীন পরিচালক দেবারতি ভৌমিক। 'কাঁটাতার'-এর পরে আসছে থ্রিলার ঘরানার দেবারতির দ্বিতীয় ছবি 'নজরবন্দি'। সেই ছবিতে বাংলা টলি ইন্ডাস্ট্রির পাঁচ নারীকে কেন্দ্র করেই হবে ছবির গল্প। তাঁদেরকেই দেখা যাবে মুখ্য ভূমিকায়। কেমন হবে সেই ছবির গল্প?

জানা গিয়েছে এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করতে চলেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, মধুমিতা সরকার, অনিন্দিতা বসু, রাজনন্দিনী পাল এবং সোহাগ সেন। এই ছবির চিত্রনাট্য সাজানো হয়েছে শুধু মহিলাদের নিয়ে। ফলে, পরিচালক মহিলার চরিত্রের বিষয়টা মাথায় রেখে এই ছবিতে একটাও পুরুষকে দেখাবেন না। অর্থাৎ সাইবার ক্রিমিনাল থেকে শুরু করে ক্রাইমের ভিকটিম, এমনকী পুলিশ সকলেই হবেন মহিলা! 

এছাড়া জানা গিয়েছে যে চিত্রকরের ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। অন্যদিকে মধুমিতা আর রাজনন্দিনীকে দেখা যাবে নেতিবাচক চরিত্রে এবং পুলিশের ভূমিকায় থাকবেন অনিন্দিতা বসু। এই ছবিতে ঋতুপর্ণার মায়ের চরিত্রে থাকবেন অভিনেত্রী সোহাগ সেন।

এই ছবিতে তাঁকে ঘিরেই হবে চোরেদের মূল ষড়যন্ত্র। কিন্তু এখানে চোরেদের উদ্দেশ্য সফল হবে নাকি চিত্রকরের, সেটার জন্য ছবি মুক্তির অপেক্ষাতেই থাকতে হবে!

এই বিষয়ে পরিচালক দেবারতি জানিয়েছেন যে ‘নজরবন্দি’ হবে মূলত একটি কমার্সিয়াল ছবি। সেখানে গল্প বলার জন্য তিনি বেছে নিয়েছেন মেয়েদের। প্রশ্ন উঠতে পারে শুধু মেয়েরাই কেন? এই প্রশ্নের উত্তরে তিনি বলেছেন যে কারণ ছবির দুর্দান্ত অ্যাকশনের দৃশ্য হোক বা সম্পর্কের টানাপোড়েন, সবেতেই যে মেয়েরা ফুল মার্কস পেতে পারে, এটা বোঝানোর দায় একজন মহিলা পরিচালকই নেবে।

‘নজরবন্দি’র কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই। এছাড়া জানা গিয়েছে যে এই ছবির প্রযোজনা করবেন মুম্বইয়ের এক প্রযোজনা সংস্থা এবং রূপক চট্টোপাধ্যায়। এই ছবিতে একাধিক অ্যাকশন দৃশ্য থেকে শুরু করে গান, সম্পর্কের টানাপোড়েন আবার সেই সঙ্গে বিনোদনমূলক কমার্শিয়াল ছবির মালমশলা, সবকিছুই থাকবে।

নির্মাতারা মনে করছেন যে এমন মহিলা সংক্রান্ত ছবি অর্থাৎ যেখানে শুধুমাত্র মহিলা চরিত্রই এক পূর্ণ দৈর্ঘ্যের ছবিতে থাকবেন, এরকম ছবি কোনওদিন হয়েনি। ফলে, তাঁরা আশা করছেন এই ধরণের ছবি দেখতে বহু দর্শক আগ্রহী হবে। তবে, এখনও পর্যন্ত ছবির মুক্তি সম্পর্কে কিছু জানা যায়নি।

এটা শেয়ার করতে পারো

...

Loading...