‘দিলীপ কুমার হিরো অফ হিরোজ’- ২০ শহরে বড় পর্দায় দিলীপ কুমারের ৪ সিনেমা

দিলীপ কুমার। নায়কদের নায়ক। মহম্মদ ইউনুস খান। ভারতীয় ছবির ‘বিষাদ রাজকুমার’। পাঁচ দশকের অভিনয় জীবন, স্বয়ং ছিলেন এক আস্ত ইন্সটিটিউশন। হিন্দি ছবিতে মেথড অ্যাকটিঙ্গ তিনিই প্রথম শুরু করেন। তাঁকে দেখে আজও অভিনয় শেখে অভিনয়ের ছাত্র থেকে তাবড় তাবড় তারকারাও।

২০২১-এর ৭ জুলাই প্রয়াণ ঘটে সেই বট বৃক্ষের। কিন্তু তাঁর কাজ, তাঁর ছবি, কথা, লেখা, জীবন আজও জরুরি পাঠ। তা যেমন সিনেমাপ্রেমিকদের আনন্দ দেয়, তেমন সমৃদ্ধ করে।

দিলীপ কুমারের সম্মানে আগামী ১০ ও ১১ ডিসেম্বর আয়োজিত হতে যাচ্ছে ‘দ্য দিলীপ কুমার হিরো অব হিরোজ ফিল্ম ফেস্টিভ্যাল’। ফিল্ম হেরিটেজ ফাউন্ডেশনের এই আয়োজনে ভারতের মুম্বই, দিল্লি, হায়দরাবাদ, কলকাতাসহ ২০ শহরের ৩০টি সিনেমা হলে মুক্তি পাবে দিলীপ কুমারের ৪ টি সেরা ছবি। ‘আন’, ‘দেবদাস’, ‘রাম অউর শ্যাম’ ও ‘শক্তি’।

body

ফিল্ম হেরিটেজের প্রধান বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা এবং সংগ্রাহক শিবেন্দ্র সিং দুঙ্গারপুর এক বিবৃতিতে জানিয়েছেন, ‘শতবর্ষে দিলীপ কুমার। সর্বকালের সেরা অভিনেতাকে বড় পর্দায় ফিরিয়ে আনার এ এক অভাবনীয় সুযোগ। সব অর্থেই তিনি ‘হিরো অফ হিরোজ’ বড় বড় তারকারা আজও তাঁর দিকে তাকিয়ে থাকে। তাঁর ৭০ বছরের পুরনো ছবিকেও ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে, তাঁর অভিনয়ের এমনই জোর। এই সব সিনেমায় তাঁর অভিনয়ের জাদু বছরের পর বছর ধরে দর্শকদের মুগ্ধ করে রেখেছে।’

দিলীপ কুমারের সহধর্মিনী বিশিষ্ট অভিনেত্রী সায়রা বানু জানিয়েছেন, ‘দিলীপকুমার হিরো অফ হিরোজ’-এর চেয়ে উপযুক্ত নাম আর কিছু হয় না। আমি সেই ১২ বছর বয়স থেকে তাঁর ফ্যান। দিলীপকুমারের সেরা ছবিগুলো আবার গোটা দেশজুড়ে দেখা যাবে।’

অমিতাভ বচ্চন সমস্ত ছবি অনুরাগী ও অভিনয় শিক্ষার্থীদের বার্তা দিয়েছেন, ‘আমার অনুরোধ যাঁরা আজও এই চারটি ছবি দেখেননি তাঁরা এই লার্জার দ্যান লাইফ অভিনেতার বড় পর্দায় ফিরে আসার সুযোগকে হাতছাড়া যেন না করেন।’

প্রসঙ্গত, ২০১৪ সালে শিবেন্দ্র সিং দুঙ্গারপুর মুম্বইতে ফিল্ম হেরিটেজ ফাউন্ডেশন গড়ে তোলেন। ভারতীয় ছবির যথাযথ সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ এবং সাধারণের মধ্যে চর্চার অভ্যাস গড়ে তোলা এই প্রতিষ্ঠানের কাজ। ফাউন্ডেশনের উপদেষ্টা কাউন্সিলে আছেন শ্যাম বেনেগাল, কমল হাসান, গিরিশ কাসারাভাল্লি, গুলজার, জয়া বচ্চ, কুমার সাহানি প্রমুখ।  

 

 

 

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...