আজ অক্ষয় তৃতীয়া। আজ শুভ লগ্নে দিঘার জগন্নাথ মন্দিরে প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রার অভিষেক ও প্রাণপ্রতিষ্ঠা করা হবে। দীর্ঘ কয়েকমাস ধরে চলছে এই অনুষ্ঠানের আয়োজন। এক নজরে দেখে নিন এই মন্দিরের প্রস্তুতিপর্বের তালিকা-
• জগন্নাথ মন্দির থেকে ওল্ড দিঘা পর্যন্ত পর পর লাগানো হয়েছে কয়েকশো মাইক। সানাইয়ের সুর বাজছে সমগ্র দিঘাজুড়ে।
• চন্দননগরের রংবাহারি আলোয় সেজে উঠেছে দিঘার বিস্তীর্ণ এলাকা।
• আগামী বৃহস্পতিবার থেকে যজ্ঞ শুরু হয়েছে দিঘার জগন্নাথ মন্দিরে।
• শুক্রবারও সেখানে হয়েছিল প্রাক মাঙ্গলিক অনুষ্ঠান। এ দিন মঙ্গলঘট নিয়ে মন্দির প্রদক্ষিণ করেছেন ২০ জন মহিলা।
• শনিবার সকাল থেকেই জগন্নাথ মন্দিরে শুরু হয়েছে শান্তিযজ্ঞ।
• ২৯ তারিখ শেষ যজ্ঞের পর প্রভু জগন্নাথকে ফুলের বিছানায় শয়ান দেওয়া হয়েছে।
• আজ প্রভুর অভিষেক ও প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান।
• প্রাণ প্রতিষ্ঠা করার পর দিঘার মন্দিরে অভিষেক হবে প্রভু জগন্নাথের।
• নতুন বস্ত্রে সাজিয়ে তোলা হবে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে।
• মন্দিরের যাবতীয় নিয়মকানুন পালনের দায়িত্বে রয়েছেন পুরীর রাজেশ দৈতাপতি ও ইসকন কর্তা রাধারমন দাস।
• আজ দুপুরে প্রভুকে দেওয়া হবে ৫৬ ভোগ। ভোগ-এ থাকছে ২০ ধরনের মিষ্টি, ১৬ রকমের নোনতা খাবার এবং ২০ রকমের শুকনো ফল।
• দিঘার জগন্নাথ মন্দিরে সকাল, দুপুর ও সন্ধ্যায় ভোগ অর্পণ করা হবে।
• ইসকনের বিভিন্ন শাখা থেকে প্রায় ৬০ জন ভক্ত মন্দিরের মাঙ্গলিক কাজে হাত লাগিয়েছেন।
• আজই গর্ভগৃহের দরজা খোলা হবে দর্শনের জন্য।