জেনে নিন ভাদ্র মাসে মহাপ্রভু জগন্নাথ কোন কোন বেশে সজ্জিত হন

শ্রী জগন্নাথ ধামে ত্রিমূর্তি সাতদিনে সাত রঙের পোশাক পরিধান করেন। প্রতিদিনের গ্রহ, নক্ষত্র, তিথির বিচার করেই শ্রী জগন্নাথ, বলরাম ও সুভদ্রার বস্ত্র বর্ণ, অলঙ্কার, আর ফুলের সাজ পরানো হয়। প্রতিদিন মঙ্গল আরতি থেকে রাত্রি পহুড়া পর্যন্ত বেশ বদল হয় তাঁর। সুতি, রেশমে তৈরি কাপড়, পোশাক, স্বর্ণ আভরণ আর দামী রত্নে শৃঙ্গার সজ্জা হয়। তুলসি, মুরুয়া, কর্পূর এবঙ্গ নানারকম রূপটান দিয়ে সেবা করা হয় প্রভুকে।   

রবিবার- রবিবারের অধিপতি গ্রহ রবি। এই দিন রক্তজবা অর্থাৎ লাল জবার রঙের পোশাক পরানো হয়। 

সোমবার- এই বারের অধিপতি গ্রহ চন্দ্র। পোশাকে সাদা রঙের মাঝে থাকে কালো গুটি। 

মঙ্গলবার- মঙ্গলবারের অধিপতি গ্রহ মঙ্গল। পোশাক হয় ঘোর রক্তবর্ণ। অন্য রঙের মিশ্রণও থাকে।

বুধবার- বুধবারের অধিপতিগ্রহ বুধ। তাই জগন্নাথ-বলভদ্র-সুভদ্রার পোশাক হয় সবুজ বা নীল রঙের। 

বৃহস্পতিবার- বৃহস্পতিবারের অধিপতি গ্রহ বৃহস্পতি। পীতবর্ণ মানে চাঁপা ফুলের রং পোশাক পরানো হয় প্রভু জগন্নাথ ও তাঁর ভ্রাতা ভগিনীকে।

শুক্রবার- শুক্রবারের অধিপতি গ্রহ শুক্র। পোশাক বর্ণ শুভ্র।

শনিবার- শনিবারের অধিপতি গ্রহ শনি। জগন্নাথ সপরিবারে কৃষ্ণ বর্ণের পোশাকে সজ্জিত হন।

মাস হিসেবে উৎসব-অনুষ্ঠানে এবং বিশেষ তিথিতে জগন্নাথ, বলভদ্র ও সুভদ্র বিশেষ বেশে সেজে ওঠেন। বেশের অভিনবত্ব তা যেমন বিশেষ তেমনি মাহাত্ম্যের দিক থেকেও অভিনব।

চলতি ভাদ্রমাসে মহাপ্রভুর বেশগুলি হল কালীয়দমন বেশ। বনভোজী বেশ। কৃষ্ণ বলরাম বেশ। প্রলম্বাসুর বধ বেশ আর বলিবামন বেশ।

কালীয়দমন বেশ- ভাদ্র মাসের কৃষ্ণা একাদশী তিথিতে জগন্নাথদেব কালীয়দমনকারী শ্রীকৃষ্ণের বেশ ধারণ করেন।   

বনভোজী বেশ- ভাদ্রের কৃষ্ণা দশমী তিথিতে সপরিবারে বনভোজীবেশ ধারণ করেন।

প্রলম্বাসুর বধ বেশ- প্রলম্বাসুর বধ হয় ভাদ্র মাসের কৃষ্ণা দ্বাদশী তিথিতে। তাই এদিন বিগ্রহ এই বেশে সুসজ্জিত হন।

কৃষ্ণ বলরাম বেশ- ভাদ্র মাসের কৃষ্ণা ত্রয়োদশী তিথিতে জগন্নাথ আর বলভদ্র এই বেশে সজ্জিত হন। জগন্নাথ কৃষ্ণবেশ ধারণ করেন। আর বলভদ্র বলরাম। ১৫২৪ খ্রিষ্টাব্দে জগন্নাথদাস কৃষ্ণ বলরাম বেশের প্রচলন করেন।

বলিবামন বেশ- শ্রী বিষ্ণুর পঞ্চম অবতার বামন দেব। ভাদ্রমাসের শুক্লা দ্বাদশী তিথিতে জগন্নাথদেবকে বামনদেব রূপে সজ্জিত করা হয়। 

এটা শেয়ার করতে পারো

...

Loading...