বেসরকারি চাকরি ছেড়ে গাধার দুধ বিক্রি করছেন গুজরাটের ধীরেন! আজ তিনি কোটি টাকার মালিক

গাধার দুধ ব্যবসা করে কোটি টাকার মালিক এক যুবক! বিশ্বাস হচ্ছে না? অবিশ্বাস্য লাগলেও, এমনই এক ঘটনা ঘটেছে আমাদের দেশে। হ্যাঁ ঠিকই। গুজরাটে ঘটেছে এই ঘটনাটি। যুবকের নাম ধীরেন সোলাঙ্কি। গুজরাটের পাটান জেলার বাসিন্দা তিনি। ৪২টি গাধা রয়েছে তাঁর কাছে। আর সেই গাধার দুধ বিক্রি করে কোটি টাকা আয় করছেন ধীরেন।

সংবাদমাধ্যমে এই বিষয়ে তিনি জানিয়েছেন যে তিনি ৫ হাজার টাকায় গাধার এক লিটার দুধ বিক্রি করেন। দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে গাধার দুধের চাহিদা বেশ অনেকটাই। ফলে, ওই রাজ্যগুলতে তিনি গাধার দুধ বিক্রি করে মাসে প্রায় ২-৩ লক্ষ টাকা কামাচ্ছেন এই যুবক।

কিন্তু কীভাবে পরিকল্পনা করে এমন ব্যবসায় এলেন ধীরেন?

এই বিষয়ে ধীরেন জানিয়েছেন যে বহু বছর ধরে তিনি সরকারি চাকরির জন্য চেষ্টা করছিলেন। কিন্তু সেই চাকরি তাঁর কপালে জোটেনি। অবশেষে বেসরকারি একটি সংস্থায় কাজ শুরু করেন। কিন্তু সেখানে যে বেতন পেতেন তিনি, তা দিয়ে সংসারের খরচ চালানো দিনে দিনে অসম্ভব হয়ে উঠছিল। ফলে, অন্য কিছু করার ভাবনা মাথায় আসে। এরপরেই তিনি জানতে পারেন দক্ষিণ ভারতে গাধার দুধের চাহিদা খুব বেশি। আর তারপরেই ঠিক করে নিয়েছিলেন যে ওই বেসরকারি চাকরি ছেড়ে গাধার দুধের ব্যবসাই করবেন।

যুবক আরও জানা যে এরপর তিনি বেশ কয়েকজনের সাথে এই বিষয়ে বিশদে কথা বলেন। পুরো ব্যপারটা ভালো করে বুঝে নেয়। তারপর ঠিক আট মাস আগে এই ব্যবসায় নামেন তিনি। ব্যবসা শুরু করার জন্য ২২ লক্ষ টাকা বিনিয়োগ করে ২০টি গাধা কেনেন ধীরেন। তৈরি করেন একটা খামার।

ব্যবসার শুরুতে বেশ সমস্যা পোহাতে হচ্ছিল তাঁকে। কারণ গুজরাতে গাধার দুধের চাহিদা নেই। ফলে দক্ষিণের রাজ্যগুলিকে ব্যবসার লক্ষ্য করে তুলেছিলেন ধীরেন। এরপরেই সেই খামার থেকে প্রতি মাসে দক্ষিণের রাজ্যগুলিতে দুধ বিক্রি করে লক্ষ টাকার মালিক ধীরেন সোলাঙ্কি।

এক লিটার গাধার দুধের দাম ৫-৭ হাজার টাকা। এছাড়াও গুঁড়ো হিসাবেও এই দুধ বিক্রি করা হয়, যার এক কেজির দাম এক লক্ষ টাকা।

এটা শেয়ার করতে পারো

...

Loading...