Dev In Raghu Dakat: কাঁধছোয়া লম্বা চুলে দেখা যাচ্ছে দেবকে! কী কারণ রয়েছে এর পেছনে?

বর্তমানে ভোটপ্রাচারে ব্যস্ত টলিউডের সুপারস্টার দেব। চোখে টিন্ট গ্লাস, গলায় রকমারি উত্তরীয়, ওভারসাইজড টি-শার্ট, আর একমাথা কাঁধছোঁয়া লম্বা চুল। মাঝে-সাঝে হাওয়ার দাপটে এলোমেলো হয়ে যাচ্ছে সেই চুল। ঠিক এমন লুকেই দেখা যাচ্ছে তাঁকে। তবে, এই লুকও মন কেড়েছে বহু অনুরাগীদের।

কিন্তু হঠাৎ এমন লুকে রয়েছেন কেন দেব? লম্বা চুলের পেছনে কী নেপথ্য রয়েছে? টলিপাড়ায় এমনই প্রশ্নই শোনা যাচ্ছে বলে শোনা গিয়েছে।

ঠিক এমনই সময় প্রকাশ্যে এসেছে নতুন খবর।

খুব শ্রীঘ্রই ‘রঘু ডাকাত’ রূপে ধরা দিতে চলেছেন দেব। তার জন্যই এই লম্বা এলোমেলো চুলের কারণ।

এর আগেও শোনা গিয়েছিল যে পরিচালক ধ্রুব বন্দ্য়োপাধ্য়ায় দেবকে নিয়ে যে ‘রঘু ডাকাত’ ছবিটি তৈরি করছেন। ছবির প্রযোজনায় থাকবে এসভিএফ সংস্থা। ছবির ঘোষণা হয়েও কোনও কারণে শ্যুটিং শুরু হয়নি।

এবার শোনা যাচ্ছে যে ভোট শেষ হলেই কোমর বেঁধে এই ছবির প্রস্তুতিতে নামবেন দেব।

বাংলার ডাকাত নিয়ে যোগেন্দ্রনাথ গুপ্তের লেখা রঘু ডাকাতের রোমাঞ্চকর গল্পের কথা প্রায় সবারই জানা। এক সময় রঘু ডাকাতের দাপটে বাংলায় বাঘে-গরুতে একসঙ্গে জল খেত। কিন্তু বাস্তবে এই ভয়ংকর ডাকাত কেমন ছিল? পর্দায় কেমন দেখাবে তাঁকে? সবটাই ভেবে এমন এক নতুন প্রস্তাব রেখেছিলেন পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়।

জানা গিয়েছে চলতি বছরের নভেম্বর মাস থেকেই শুরু হবে ছবির শ্যুটিং। তবে আরও জানা গিয়েছে যে এসভিএফ-এর সঙ্গে এই ছবির সহ-প্রযোজনা করবেন অভিনেতা দেব।

এটা শেয়ার করতে পারো

...

Loading...