‘ব্যোমকেশ’ নিয়ে অবশেষে দ্বন্দ্ব মিটল দেব-সৃজিতের?

কদিন ধরেই চলছিল জোর দ্বন্দ্ব। অবশেষে, তা মিটেছে। বড়পর্দায় দেব অধিকারী এবং বিরসা দাশগুপ্ত আনছেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ‘ব্যোমকেশ ও দুর্গরহস্য’ উপন্যাসটিকে। আবার অন্য দিকে সৃজিত মুখোপাধ্যায় সিরিজ হিসেবে আনছেন। শনিবার একই দিনে প্রথম টিজার আর পোস্টার প্রকাশ করেছিলেন দুই পক্ষ।

Amidst-Byomkesh-Clash

কিন্তু সপ্তাহ শেষ হতে না হতেই তোলপাড় পড়েছিল টলিউডে। বৃহস্পতিবার সন্ধ্যায় সমাজমাধ্যমে একটি ছবি পোস্ট করলেন অভিনেতা দেব। দুটো ছবি ভাগ করে নিয়েছেন তিনি। একটিতে তিনি আর সৃজিত। অন্যটিতে দু’জনের মাঝে রুক্মিণী মৈত্র।

প্রথম ছবিতে বোঝাই যাচ্ছে যে দেবের প্রযোজনায় সৃজিত ছবি পরিচালনা করবেন। তারপর, দ্বিতীয় ছবিতে একটু ঘোলাটে হয়ে রয়েছে বিষয়টা, এখানে দেব শুধুই প্রযোজক নাকি নায়কের চরিত্র করবে? নাকি রুক্মিণীর বিপরীতে অন্য কাউকে দেখা যাবে? তারা আপাতত বেশি মুখ খুলতে নারাজ এই বিষয়ে। পোস্টটিতে শুধু লেখা, ‘অবশেষে আনুষ্ঠানিক ঘোষণা। ২০২৪-এ আমরা আসছি।’ 

সৃজিতের ছবি নিয়ে দর্শকের একটা আলাদারকম কৌতূহল থাকেই। খবর জানাজানি হতেই কমেন্টের বন্যা বয়ে যায়। প্রশংসা, উচ্ছ্বাস, উত্তেজনা— নানা অনুভূতি একসঙ্গে দেখা যায়। এই নিয়ে সম্ভবত পরপর আটটি ছবির জুটি তাঁরা। প্রতিটি ছবিই ভাল ব্যবসা করেছে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...