দীপিকা পাড়ুকোনের জায়গা করে নিলেন হলিউডের ওয়াক অফ ফেম-এর তালিকায়!

২০২৬ সালের হলিউড ওয়াক অফ ফেম -এর তালিকায় জায়গা করে নিলেন বলিউড কুইন দীপিকা পাড়ুকোন। তিনিই প্রথম ভারতীয় তারকা, যিনি এই সম্মানে সম্মানিত হলেন।

বুধবার হলিউড চেম্বার অফ কমার্সের তরফে সম্মানিতদের একটি তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানেই হলিউড ওয়াক অফ ফেম ক্লাসের মোশন পিকচার্স বিভাগে দীপিকার নাম মনোনীত হয়েছে। এছাড়াও এই তালিকায় নাম রয়েছে ফরাসি অভিনেত্রী কোটিলার্ড, কানাডিয়ান অভিনেত্রী ব়্যাচেল ম্যাক অ্যাডামস, ইটালিয়ান অভিনেতা ফ্রাঙ্কো নিরো এবং সেলিব্রিটি শেফ গর্ডন রামসের মত খ্যাতনামা তারকাদের।

২০১৭-তে ভিন ‘ট্রিপল এক্স: রিটার্ন অফ জেন্ডার কেজ’ ছবির মাধ্যমে হলিউডে আত্মপ্রকাশ করেছিলেন দীপিকা। সেই ছবিতে ভিন ডিজেলের বিপরীতে কাজ করেছিলেন তিনি। এরপর থেকে টাইম ম্যাগাজিনের তালিকা হোক কিংবা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল— সর্বত্রই দেখা গিয়েছে তাকে।

বলিউডের গণ্ডি ছাড়িয়ে দীপিকা পাড়ুকোন আজ বিশ্ব চলচ্চিত্রের এক উজ্জ্বল মুখ। হলিউডের ওয়াক অফ ফেম -এর তালিকায় তাঁর নাম সেই প্রমাণই দেয়। 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...