বিদায় গাঁথায় কবিগুরু

আজ ২২শে শ্রাবন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৭তম প্রয়ানবার্ষিকী| আজকের দিন কবিগুরু তার জন্মস্থান কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতেই ১৯৪১ সালের ৭ই আগস্ট শেষ নিঃশ্বাস ত্যাগ করেন| ছোট গল্প থেকে নাটক ,কবিতা, কাব্যগ্রন্থ, উপন্যাস, প্রবন্ধ সাহিত্যের সবদিকেই ছিল তার অবাধ বিচরণ| তার এক একটা সৃষ্টি, দর্শন, জ্ঞান আজও মানুষের কাছে বিস্ময়ের সৃষ্টি করে|

রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করে বাংলা সাহিত্যকে বিশ্বের দরবারে নতুন ভাবে মেলে ধরেন| বিশ্ববাসীর সামনে বাঙালির পরিচয় তুলে ধরেন তিনি| তাঁর গান, তাঁর সুর, তাঁর কবিতা সমগ্র রবীন্দ্রনাথ আজও বিশ্ববাসীর কাছে চর্চার বিষয়|

১৯১৩ সালে এশিয়া বাসী হিসাবে প্রথম নোবেল পান তাঁর “গীতাঞ্জলী” কাব্যগ্রন্থ জন্য| ভারত, বাংলাদেশ ও শ্রীলংকার জাতীয় সঙ্গীত এর স্রষ্টা তিনিই| বাংলা, বাঙালি ও পৃথিবীর যে সমস্ত জায়গায় বাঙলা ভাষাভাষীর মানুষরা আছেন, তাদের প্রত্যেকের হৃদয়ে রবীন্দ্রনাথ বিরাজমান ছিলেন আছেন ও চিরদিনই থাকবেন|

এটা শেয়ার করতে পারো

...

Loading...