দরজায় কড়া নাড়ছে পরীক্ষা, তবু পুজোর গানে উচ্ছ্বসিত সারেগামাপার অনুষ্কা

বাঙালির কাছে দুর্গাপুজো মানেই নতুন গান, নতুন গলা। এবছর পুজোয় বাঙালি মাতবে অনুষ্কার গানে। বাংলা গানের নতুন লেবেল সুরাশা মেলোডিজ বাংলা থেকে তাই অনুষ্কা পাত্রর কন্ঠে বিশাল রায়ের সুরে সম্প্রতি মুক্তি পেল ‘দে দে পাল তুলে দে’। গানটি লোকসঙ্গীত হলেও তাকে নতুন ভাবে সুরারোপিত করে অনবদ্য মাত্রা এনে দিয়েছে বিশাল রায়ের সুর।

নবীন প্রজন্মের গায়িকাদের মধ্যে নজর কেড়েছেন অনুষ্কা। দর্শকরা হিন্দীতে জি সারেগামাপা- এর মঞ্চে ২০২০ সালে প্রথম রানার আপ হিসাবে দেখেছে। ২০২২-এ তার কন্ঠ ইন্ডিয়ান আইডলেও প্রশংসা পেয়েছিল। এখন হিন্দি আর বাংলা দুই ইন্ড্রাস্ট্রিতে কাজ করছেন পাল্লা দিয়ে।

22da0156-3309-411c-956d-64b1640d50e5

কয়েক মাস আগেই হিমেশ রেশামিয়ার সুরে অনুষ্কা ‘দিল কা সওদা’ নামের একটি হিন্দি গান গেয়েছেন। ৮ মিলিয়নের অধিক মানুষের কাছে পৌঁছেছে সেই গান। ‘দে দে পাল তুলে দে” গানটি সম্পর্কে অনুষ্কা জানান, যতই মুম্বইতে কাজ করুন না কেন, প্রকৃত বাঙালি হিসাবে বাংলা গান গাওয়ার খিদে তাঁর সব সময় থেকেই যাবে। তার ওপরে লোকসঙ্গীত গাওয়া যে কোনও প্রকৃত শিল্পীর পক্ষেই আদর্শ ভালো লাগার জায়গা। তাই বিশালের এই গানটার কথা যখনই জানতে পারেন, তিনি অত্যন্ত উচ্ছসিত হয়ে পড়েন। পুজোর আগে এমন একটা লোকসঙ্গীত বাঙালির হৃদয় জয় করবে বলেই তিনি আশা রাখেন।

বিশাল জানিয়েছেন, অনুষ্কা তার চেয়ে বয়সে অনেক ছোট, সামনেই ওর ক্লাস টুয়েলভের পরীক্ষা কিন্তু সা রে গা মা পা ও ইন্ডিয়ান আইডল দেখে এই বয়েসেই অনুষ্কার গলার পিচ এবং লেন্থ সম্পর্কে মুগ্ধ হয়ে তাকেই এই গানের জন্য আদর্শ মনে করেছেন তিনি। এই গানটা নিয়ে দুজনে একসঙ্গে কাজ করেছেন। দুজনেরই অনেক চিন্তা ভাবনার ফলে এই গানটাকে এইভাবে রিক্রিয়েট করা সম্ভব হয়েছে যা আগে হয়ত কেউ ভাবেনি। তিনি আরও জানান সুরাশা মেলোডিজ বাংলা মিউজিক লেবেলের সাথে কাজ করার অভিজ্ঞতা তাদের খুবই ভালো। আজকের বাজারেও এই মিউজিক লেবেল শিল্পীদের যথাযথ মর্যাদা দেয়।

সুরাশা মেলোডিজ বাংলা আগামীতে বাঙলার বহু বড় শিল্পী এবং অভিনেতা অভিনেত্রীর সাথে কাজ করতে চলেছে। পুজোর আগেই এই মিউজিক লেবেল থেকে আরও ভিন্ন স্বাদের গান উপভোগ করতে পারবেন বাঙালিরা এমন পরিকল্পনাতেই তাদের কাজ চলছে। আপাতত দে দে পাল তুলে দে গানটি Surasa Melodies Bangla এর ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...