চলতি আইপিএলের ২০তম ম্যাচে এম চিন্নাসওয়ামি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটাল্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ফলাফল যথারিতি এক। ষষ্ঠ ম্যাচেও রাজস্থানের বিরুদ্ধে ৪ উইকেটে হার বিরাট কোহলিদের। টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় অজিঙ্কা রাহানে। ব্যাট হাতে শুরু থেকেই ধীর গতিতে খেলা শুরু করে ব্যাঙ্গালোর, তার ওপর পার্থিব প্যাটেলের উইকেট হারিয়ে সমস্যায় পড়তে হয় আরসিবিকে। বাকি ম্যাচের মত আবারও ম্যাচের হাল ধরতে হয় সেই বিরাট কোহলিকে। এমনকি বিরাটকে সাথ দিতে ব্যার্থ হয় ডি ভিলিয়ার্সও। ফলাফল একটাই, ১৪৯ রানেই শেষ আরসিবির ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে প্রথমেই শিখর ধাওয়ানের উইকেট পড়ে গেলেও তা দমিয়ে রাখতে পারে নি তরুণ খেলোয়াড় শ্রীয়াস আইয়ার ও পৃ্থ্বি শ-দের। প্রথম জনের ৫০ বলে ৬৭ রান ও দ্বিতীয় জনের ২২ বলে ২৮ রানের ওপর ভর করে, জয়ের গিকে অনেকটাই এগিয়ে যায় দিল্লি। তবে ক্যাপিটাল্স ম্যাচটি ৭ উইকেটে জিততে পারত। শেষের দিকে এসে অপ্রয়োজনীয় কিছু উইকেট হারানোর ফলে ৪ উইকেটে জয় পায় দিল্লি ক্যাপিটাল্স। তবে পর পর ৬টি ম্যাচ হেরে প্লেঅফসের পৌঁছোনের স্বপ্ন কার্যত শেষ কোহলি বাহিনীর।
In English

