আগামী ২৭ জুন বিশিষ্ট নৃত্যশিল্পী অমলা শঙ্করের ১০৩তম জন্মবার্ষিকী। সেই উপলক্ষেই এবার তাঁর কন্যা মমতা শঙ্কর ও তার ডান্স গ্ৰুপ একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে। যেখানে নৃত্যানুষ্ঠানের পাশাপাশি থাকছে অন্যান্য অনুষ্ঠানও। সল্টলেকের ইজেডসিসিতে এই অনুষ্ঠানে অতিথিরা স্মরণ করবেন প্রয়াত নৃত্যশিল্পী অমলা শঙ্করকে। তারপর শুরু হবে নৃত্যানুষ্ঠান। প্রথমে 'করোনেশন অফ রামা' যেটি পরিচালনা করছেন সৌরিতা শঙ্কর ঘোষ। তারপর উদয় শঙ্করের পরিচালিত অমলা শঙ্করের 'কল্পনা' ছবির বিভিন্ন মুহুর্ত দেখানো হবে অডিও-ভিজুয়াল ফর্মে। তবে অনুষ্ঠানে সবচেয়ে বড় চমক দিতে চলেছেন মমতা শঙ্কর।
সেদিন মমতা শঙ্করের পরিচালনায় নিবেদন করা হবে 'আজকের একলব্য' নামক একটি নৃত্যনাট্য। গুরু শিষ্য পরম্পরার নানা আঙ্গিক, টানাপোড়েন এই প্রযোজনার মূল কথা। যেখানে নৃত্যনাট্যের মূখ্য চরিত্র অর্থাৎ একলব্যে হয়েছে রুদ্রপ্রসাদ রায়, গুরুর চরিত্রে দেখা যাবে বিধান রায় চৌধুরীকে। নৃত্যনাট্যে সঙ্গীত দেবেন রবিন দাস, আলোকসম্পাতে রাতুল শঙ্কর ঘোষ। চিত্রনাট্য ও ভাষ্যে চন্দ্রদয় ঘোষ। ২৬ জুন ও ২৭ জুন পর পর দুই দিন চলবে এই অনুষ্ঠান। অনুষ্ঠানের শেষ দিন মমতা শঙ্কর নিবেদন করবেন 'মিসিং ইউ' নামক একটি নৃত্যনাট্য। যার নৃত্য পরিচালনা করেছিলেন অমলা শঙ্কর। আর সঙ্গীত দিয়েছেন আনন্দ শঙ্কর। আগামী ২৬ জুন ও ২৭ জুন সন্ধ্যা ৬:৩০টা থেকে শুরু হবে এই অনুষ্ঠান।