সাইবার দস্যুদের লক্ষ্যে স্বাস্থ্য প্রতিষ্ঠান

সাইবার দস্যুদের লক্ষ্যে স্বাস্থ্য প্রতিষ্ঠান

করোনার দাপট চলছেই। সেই চাপের মধ্যেই হানা দিল এক নয়া ভাইরাসের ভয়। এই ভাইরাস সাইবার জগতের। ইন্টারনেটে এখন সব চেয়ে বেশি ট্রাফিক করোনা নিয়ে। আর এই সময়টাকেই কাজে লাগাতে চাইছে হ্যাকাররা।

হ্যাকারদের বিষয়ে সতর্ক করে ১৪৪ টি দেশকে বার্তা পাঠিয়েছে ইন্টারপোল। ইতিমধ্যেই এমন কিছু হানার ঘটনাও ঘটেছে। সরকারি- বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের তথ্য প্রযুক্তি ব্যবস্থা বেহাল করে দেওয়ার পরিকল্পনা নিয়েছে তারা। 'রান সামওয়ার'- এর মাধ্যমেহ্যাকাররা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের তথ্য প্রযুক্তি ব্যবস্থা পণ বন্দী করবে। তাদের চাহিদা মতো অর্থ মেটালে তবেই আবার সিস্টেম চালু করা সম্ভব হবে।

ইন্টারপোল জানিয়েছে, সাইবার ফিউশন সেন্টারে সাইবার ক্রাইম থ্রেট রেসপন্স টিম বেশ কিছু দিন ধরেই সাইবার দুষ্কৃতীদের ওপর নজর রাখছিল। দেখা গিয়েছে, সাইবার দস্যুরা বেশ কয়েকটি স্বাস্থ্য প্রতিষ্ঠান, হাসপাতাল, রিসার্চ সেন্টারে হানা দিয়েছে। যে সমস্ত সংস্থা নোভেল করোনা নিয়ে কাজ করছে তারাই আছে সাইবার হানাদারদের লক্ষ্যে। এইসব সংস্থার ওয়েব ব্যবস্থা, চিকিৎসা সংক্রান্ত তথ্য 'ব্লক' করে চিকিৎসা আটকে এভাবেই অর্থ আদায় তাদের উদ্দেশ্য।

এটা শেয়ার করতে পারো

...

Loading...