রাজ্যে এই বছরের প্রথম কোভিড মৃত্যুর ঘটনা ঘটল সোমবার। আলিপুরের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ৪৩ বছরের এক মহিলা করোনা সংক্রমণে প্রাণ হারান। শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। এরপর কোভিড রিপোর্ট পজ়িটিভ আসার পর তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়। হৃদযন্ত্র বিকল ও কিডনি ক্ষতিগ্রস্ত হয়ে সেপটিক শকে মৃত্যু হয় তাঁর।
বর্তমানে পশ্চিমবঙ্গে করোনা অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৩৭২। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪১ জন। সারা দেশে সোমবার করোনায় মৃত্যু হয়েছে মোট ৫ জনের। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, দেশে মোট করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭। অন্যদিকে, দেশে মোট কোভিড আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৪০২৬ জন। একদিনে আক্রান্ত হয়েছেন ৬৫ জন। সবচেয়ে বেশি সংক্রমণ ধরা পড়েছে গুজরাট এবং কর্নাটকে।
গুজরাটে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৯ জন। সেখানে বর্তমানে কোভিড রোগীর সংখ্যা ৩৭২। অন্যদিকে কর্নাটকে গত ২৪ ঘণ্টায় ৫৮ জনের শরীরে কোভিড-১৯ এর সন্ধান মিলেছে। তবে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যার নিরিখে প্রথম স্থানে কেরালা (১৪১৬ জন)। এর পর রয়েছে মহারাষ্ট্র। তৃতীয় স্থানে রয়েছে গুজরাট, চতুর্থ দিল্লি।
আবারও একসঙ্গে একাধিক মৃত্যু ও সংক্রমণের এই প্রবণতা উদ্বেগ বাড়াচ্ছে দেশজুড়ে। সতর্কতা বজায় রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞেরা।