সপ্তাহের মাঝে সকালবেলায় হাওড়া-ব্যান্ডেল শাখায় ব্যাহত ট্রেন পরিষেবা, ভোগান্তির মুখে পড়ল অফিসযাত্রীরা

আজ, বুধবার অর্থাৎ সপ্তাহের মাঝামাঝি দাঁড়িয়ে আমরা। আর সেই সপ্তাহের মাঝে সাত-সকালবেলায় রেল পরিষেবার জন্য ভোগান্তির মুখে পড়ল নিত্যযাত্রীরা। জানা গিয়েছে যে বুধবার সকালে হাওড়া-ব্যান্ডেল মেন শাখায় ব্যাহত ছিল ট্রেন পরিষেবা। আপ এবং ডাউন দুই লাইনেই প্রায় ঘণ্টাখানেক বন্ধ ছিল ট্রেন চলাচল। এই ঘটনার ফলে আটকে পড়েছিল দূরপাল্লার ট্রেনও। ফলে, একাবারে নাজেহাল হয়ে পড়েছিল সকল অফিস যাত্রীরা।

নিত্যযাত্রীদের মুখে শোনা গিয়েছে যে এই ঘটনাটি শুরু হয়েছে সকাল সাড়ে ৬টা নাগাদ। এরপর সাতটা নাগাদ ব্যান্ডেল স্টেশনে রেলের তরফে ঘোষণা করে জানানো হয়েছিল যে যান্ত্রিক গোলযোগের কারণেই পরিষেবা ব্যাহত হয়েছে।

image_2024_03_27T11_11_48_717Z

পুরো বিষয়টার ব্যপারে জানা গিয়েছে যে এদিন সকাল ৬ টা বেজে ১৫ মিনিট নাগাদ টিকিয়াপাড়া কারশেডের কাছে রেল লাইনের সিগন্যাল পয়েন্ট ভেঙে যায়। ফলে, হাওড়ার ১ থেকে ৬ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন চলাচল ব্যাহত হয়। আর সেই কারণেই হাওড়া-ব্যান্ডেল শাখায় আপ ও ডাউন লাইনে থাকা সমস্ত ট্রেন পরিষেবা সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায়। এরপর প্রত্যেকটি স্টেশনে দাঁড়িয়ে পড়ে লোকাল ট্রেন এবং স্টেশনে বাড়তে থাকে অফিসযাত্রীদের ভিড়। অন্যদিকে, যুদ্ধকালীন তৎপরতায় সিগন্যাল মেরামতির কাজ শুরু করে রেল। প্রায় এক ঘণ্টা পর শুরু হয় ট্রেন চলাচল।সূত্রে জানা গিয়েছে যে এই বিপত্তির জেরে ১ ঘণ্টায় প্রায় ২২টি লোকাল ট্রেন চলাচল ব্যাহত হয়। তবে, এদিন শুধু লোকাল ট্রেন নয়, গণদেবতা ও ব্ল্যাক ডায়মন্ডের মতো ট্রেনও আটকে পড়ে স্টেশনে। 

এই বিষয়ে পূর্ব রেলের সিপিআরও কৌশিক মিত্র জানিয়েছেন যে হাওড়া স্টেশনে ঢোকার মুখে যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছে। তাই এক নম্বর থেকে ছয় নম্বর প্ল্যাটফর্মে ট্রেন বন্ধ রয়েছে। এর ফলে হাওড়া স্টেশনেও ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস এবং গণদেবতা এক্সপ্রেসের মতো ট্রেন ছাড়েনি।

এটা শেয়ার করতে পারো

...

Loading...