মলদ্বারে রক্তপাতের মতো সমস্যা কোলন ক্যানসারের লক্ষণ?

গোটা বিশ্বে পুরুষ এবং মহিলা ক্যানসার আক্রান্তদের মধ্যে তৃতীয় বৃহত্তম রোগ হল কোলন ক্যানসার। বেশি বয়সীদের মধ্যে তো বটেই এমন কী কম বয়সীদের মধ্যেও কোলন ক্যানসারে আক্রান্ত হওয়ার ঘটনা দিনকে দিন বাড়ছে।প্রাথমিক ভাবে কোলনের ভিতর উপবৃদ্ধি হিসেবে কোলন ক্যানসারের শুরু।

কোলন ক্যানসারের ক্ষেত্রে খ্যাদ্যাভ্যাস বড় ভূমিকা নেয়। মাংসজাতীয় খাবার, রেডমিট অত্যাধিক পরিমানে খাওয়া, ধূমপান, মদ্যপানের অভ্যাস কোলন ক্যানসারের ঝুঁকি বারিয়ে তোলে।হদন্ত্র ও মলাশয় ক্যান্সার হওয়ার পারিবারিক ইতিহাস রোগটির সম্ভাবনা বাড়ায়। 

মলদ্বারে প্রদাহ, মলত্যাগের সময় যন্ত্রণা কিংবা রক্তপাত কোলন ক্যানসারের লক্ষণ হতে পারে। এক্ষেত্রে নিঃসৃত রক্ত কালচে রঙের হয়। স্বাভাবিক মলত্যাগের অভ্যাসে বদল, ওজন হ্রাস, বমি বমি ভাব, পেটে ব্যথা অনুভূত হতে পারে। তবে কোল ক্যানসারে প্রাঠমিক পর্যায়ে সেভাবে রোগের লক্ষণ বোঝা যায় না। কিছুমাত্র অস্বাভাবিকতা দেখা দিলে দেরী না করে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা বাঞ্জনীয়।

পূর্ব ভারত তো বটেই, দেশের অন্যতম সেরা ক্যানসার চিকিৎসা কেন্দ্র সরোজ গুপ্ত ক্যান্সার সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। এখানে আছেন বিশেষজ্ঞ চিকিৎসক টিম। চিকিৎসা এবং যোগ সংক্রান্ত তথ্য মেলে  সরোজ গুপ্ত ক্যান্সার সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের ওয়েবসাইটে।

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...