কার্বন ডাইঅক্সাইড শরীরের পক্ষে ভালো

এত দিন জানা ছিল কার্বন ডাইঅক্সাইড খারাপ, অক্সিজেন ভালো| কিন্তু এবার সেই ধারনায় বদল নিয়ে আসছেন গবেষকরা|

পেটের মেদ এক বড়ই অস্বস্তির জিনিস| এই মেদ ঝরতে কালঘাম ছুটে যাই অনেকের| এবার আমেরিকার নর্থওয়েস্টার্ন ইউনিভাসিটির ফেইন্বার্গ্ স্কুল অফ মেডিসিনের একটি গবেষণা বলছে, কার্বন ডাইঅক্সাইড গ্যাস শরীরে ঢোকালে কমবে মেদ|

co2-content-pic

হ্যাঁ মেদ কমাতে কার্বন ডাইঅক্সাইড হতে পারে এক অব্যর্থ ওষুধ| কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ইনজেকশন দিলে কমতে পারে পেটের মেদ| গবেষকরা এর নাম দিয়েছে কার্বক্সিথেরাপি| এই ইনজেকশন ১৬ জনের উপর প্রয়োগ করা হয়েছে| পাঁচ সপ্তাহ পর দেখা গেছে তাদের পেটের মেদ অনেকটাই কমে গেছে| এই পদ্ধতি অনেকটাই নিরাপদ| তার সাথে খরচ কম| এমনটাই দাবি ‘জার্নাল অফ একাডেমি অফ ডার্মাটোলজি’ তে প্রকাশিত গবেষনাপত্রটির|

তবে দেখা যাচ্ছে, ইনজেকশনটিবন্ধ করে দিলে আবার ফ্যাট জমা হচ্ছে শরীরে| কারণ ফ্যাট সেলগুলির ক্ষতি করলেও তা একেবারে মরে যাচ্ছে না| তাই তারা বলছেন, এই কার্বক্সিথেরাপি আরো উন্নতি প্রয়োজন| যাতে দীর্ঘ মেয়াদী উপকার পান মেদ নিয়ে ভুক্তভোগী মানুষরা|

এটা শেয়ার করতে পারো

...

Loading...