জি বাংলার ‘রাঙা বউ’ ধারাবাহিক কি বন্ধ হচ্ছে? কি বলছেন অভিনেত্রী শ্রুতি?

বাংলা টেলিভিশনে প্রত্যেকটি ধারাবাহিকের মধ্যেই সবসময় চলে হাড্ডাহাড্ডি লড়াই। শুধু ধারাবাহিক নয় প্রতিটি চ্যানেলের মধ্যেও চলে একটা রেষারেষি। আবার আজকে এই ধারাবাহিক শেষ হচ্ছে তো শুরু হচ্ছে অন্য ধারাবাহিক। প্রতি ধারাবাহিকের গল্পে আসছে নতুন ধরণের টুইস্ট, পাল্টে যাচ্ছে সম্প্রচারের সময়। শুরু হচ্ছে একাধিক নতুন ধারাবাহিক। শেষ হচ্ছে বেশ কয়েকটি মেগা। বহুক্ষেত্রে মাত্র কয়েক মাসের মধ্যেই বন্ধ হচ্ছে ধারাবাহিক। সেরকমই এবার পর্দা থেকে বিদায় নিচ্ছে জি বাংলার চ্যানেলের 'রাঙা বউ'।

গত সাল, অর্থাৎ ২০২২ সালের ডিসেম্বর মাসে শুরু হয়েছিল ধারাবাহিকটি। কুশ ও পাখির পথ চলা শুরু হয়েছিল সেইদিন থেকেই। খবর সূত্রে জানা গিয়েছে যে আগামী ৯ ডিসেম্বর অর্থাৎ শনিবার 'রাঙা বউ'-র শেষ দিনের শ্যুটিং হবে।

এই ধারাবাহিকটি দর্শকদের কাছে প্রথম দিন থেকেই মন ছুঁয়েছে। সেটা টিআরপি তালিকার দিকে তাকালেই বোঝা যায়। দীর্ঘদিন ধরে প্রথম পঞ্চ স্থানে ছিল এই ধারাবাহিকটি। কিন্তু গত এক মাস ‘রাঙা বউ’-এর টিআরপ রেটিং খারাপ হতে শুরু করে। শেষ দুটি রেটিং চার্ট দেখলে দেখা যাবে যে প্রথম দশে থাকতে পারেনি 'রাঙা বউ'।  

WhatsApp Image 2023-12-09 at 18.21.59

ইদানীং টেলিপাড়ায় প্রশ্ন উঠছে, টিআরপি রেটিং-এর সেরা থেকে বেড়িয়ে যাচ্ছে বলেই কি বন্ধ হয়ে যাচ্ছে ধারাবাহিকটি?

ধারাবাহিকের ইতি হচ্ছে আবার কাজের অনিশ্চয়তা বলে মন খারাপ ‘পাখি’ ওরফে শ্রুতি দাস। তাই নিজের সোশাল মিডিয়ায় একটি দুঃখিত পোস্ট করেন অভিনেত্রী। 

একটা হোয়াটশ্যাপ মেসেজের ‘স্ক্রিনশট’ তুলে ছবি হিসেবে পোস্ট করেছেন শ্রুতি।

সেখানে তিনি ক্যাপশনে লিখেছেন, “হাতে নতুন কাজ থাকা অবস্থায় কর্মরত প্রজেক্টের শেষ কলটাইম পাওয়া আর অনির্দিষ্ট পথ চলা শুরু হওয়া অবস্থায় চলতি কাজের শেষ কলটাইম পাওয়ার মধ্যে বিস্তর ফারাক।
নিশ্চয়ই প্রথম উদাহরণ টা আমার ক্ষেত্রেও একদিন কার্যকরী হবে।তবে অনিচ্ছাকৃত-অনির্দিষ্টকালের জন্য এই বিরতি যেন আমার এবং আমার মতো রাঙাবউ টিমের অনেকের জন্য সুখকর হয় এই আশীর্বাদ করবেন।

ধন্যবাদ জানাই @crazyideasproudction @crazyideasmedia @zeebanglaofficial এবং আমার দর্শকমন্ডলীর সেই সমস্ত শ্রদ্ধাশীল মানুষ দের যাদের ভরসা এবং বিশ্বাস রেখে আমি শ্রুতি থেকে পাখি হয়ে উঠেছি গত ৩৬২ দিন ধরে (আরও এক সপ্তাহ আপনাদের ঘরে ঘরে রাজ করবো) রাত সাড়ে আট টায়।

ভারতলক্ষী স্টুডিও আজ থেকে ঠিক চার বছর আগে আমায়
ইন্ডাস্ট্রি তে প্রথম কাজ দিয়েছে,স্টুডিওর চারপেয়ে ভাই দের দিয়েছে,আমার জীবনসঙ্গী কে দিয়েছে,অনেক মানুষের সান্যিধ্য দিয়েছে,জীবনবোধ দিয়েছে আরও দেবে।

এই স্টুডিও আমায় ঠিক চার বছরের মাথায় আমার তৃতীয় কাজ দিয়েছে,নতুন নতুন জ্ঞানী গুণী মানুষ এর সংস্পর্শে এসেছি,খানিক বন্ধু হয়েছে,আমার রেজিস্ট্রি ম্যারেজ হয়েছে,আমার এবং আমার স্বামীর নতুন বাসস্থান হয়েছে।আমি কৃতজ্ঞ সবকিছুর জন্য।

জানি সব শুরুর শেষ আছে
আর শেষ মানেই নতুন শুরু

শুধু Honesty,Hardwork,Dedication দিয়ে যেন এই Competition এর Market -এ দাঁতে দাঁত চেপে লড়াই করে আবারও আমার শুভাকাঙ্ক্ষী দের মন জয় করতে পারি এই আশা রাখি। 🙏🏽🧿🙏🏽”

জানা গিয়েছে যে স্বর্ণেন্দু সমাদ্দারের পরিচালনায়, ক্রেজি আইডিয়া প্রোডাকশনের ব্যানারে চলছিল 'রাঙা বউ'। এই ধারাবাহিকে জুটি বেঁধেছিলেন অভিনেত্রী শ্রুতি দাস ও অভিনেতা গৌরব রায়চৌধুরী। এর আগে 'ত্রিনয়নী' ধারাবাহিকেও এই জুটিতে দেখা গিয়েছিল একসাথে।

শ্রুতি এর আগে 'দেশের মাটি' ধারাবাহিকে ‘নোয়া’ চরিত্রে অভিনয় করেছেন। অন্যদিকে গৌরব ছিলেন 'পিলু'-তে ‘আহির’ চরিত্রে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...