ওপার বাংলার সুরে ভাসবে এপার বাংলা।

বাংলাদেশের সংগীত জগতের উদীয়মান নক্ষত্র অনিমেষ রায়। তার গাওয়া গান ‘নাসেক নাসেক’ গানটি পেয়েছে বিপুল জনপ্রিয়তা। এবার সীমানা পেরিয়ে কলকাতার বুকে গান শোনা যাবে তার।

বগাছড়া গ্রামের ছেলে তিনি। বাংলাদেশের বাসিন্দা। এই জায়গাটি ভারত-বাংলাদেশ থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে। গান-বাজনাকে সঙ্গী করে তার ছোট থেকে বড়ো হওয়া। গানের প্রতি ঝোঁক তার ছোটবেলা থেকেই। বাংলাদেশে এখন তার বিপুল জনপ্রিয়তা।

processed-8d0f1ca0-b246-4aca-8ba2-8f81dc5c0725_CbIhtPjY

বর্তমানে তার গাওয়া ‘নাসেক নাসেক’, ‘নাহুবো’ গানের দর্শক সংখ্যা প্রায় ১লক্ষের উপরে। তবে সহজেই হাসিল হয়নি এসব। শুরুতে ছিল নানান বাধা বিপত্তি।

এই প্রথমবার এপার বাংলার সিনেমাতে শোনা যাবে তার কণ্ঠ। বাংলাদেশের হাজঙ সম্প্রদায়ের অন্তর্গত মানুষ তিনি। সেই ভাষাতেই কথা বলেন। এই ভাষাতেই সুর দিয়ে গান বাঁধেন আর স্বপ্ন দেখেন এই ভাষার গান একদিন প্রতিষ্ঠিত হবে সমাজের বুকে।

সম্প্রতি পরিচালক অনির্বান চক্রবর্তীর নতুন ছবি ‘ও অভাগী’ তে শোনা যাবে তার গান। বিখ্যাত সাহিত্যিক শরৎ চন্দ্র চট্টোপাধ্যায়ের ‘অভাগীর স্বর্গ’ অবলম্বনে তৈরী হচ্ছে এই ছবি। মুখ্য চরিত্রে থাকছেন অভিনেত্রী রফিয়াত রশিদ মিথিলা। ছবির টাইটেল ট্র্যাকটি গেয়েছে অনিমেষ। মৌসুমী চট্টোপাধ্যায়ের দায়িত্বে আছে সংগীত পরিচালনা বিভাগ।

জনৈক এক সংবাদ মাধ্যমকে অনিমেষ জানান, “আমি সত্যিই খুশি যে আমার উপর এতটা ভরসা করেছেন মৌসুমী দিদিরা। কোক স্টুডিওতে আমায় প্রথম সুযোগ দিয়েছিলেন অর্ণব দা। তার আগে লকডাউনের সময় থেকেই আমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে নিজের গান তৈরি করে পোস্ট করতে শুরু করি। আমার দাদু মা-বাবা সকলেই কিন্তু গান বাজনার মানুষ। পরিবারের থেকে আমার এই গানের প্রতি ভালোবাসা।“

তার বাড়িতে মা ছাড়াও রয়েছেন তার দুই দাদা এবং একজন দিদি। পরিবারের সকলে গান ভালবাসলেও পরিবারের চাপে তার  গান নিয়ে এগিয়ে যাওয়া হয়নি।

অনিমেষ বর্তমানে লোকগীতি নিয়ে পড়াশোনা করে মাস্টার ডিগ্রি শেষ করেছে।

তার স্বপ্ন তাদের হাজং ভাষা এবং সম্প্রদায়কে সে বিশ্বের দরবারে নিয়ে যাবে। আগামীতে বাংলাদেশের কিছু কাজ রয়েছে তার হাতে। আপাতত এই সিনেমার কাজেই মন দিয়েছেন অনিমেষ।

এটা শেয়ার করতে পারো

...

Loading...