পৌষের আগেই নামছে পারদ! বঙ্গজুড়ে কেমন থাকবে তাপমাত্রা?

পৌষ সংক্রান্তির আগেই রাজ্যে নামছে পারদ। শহর কলকাতায় ইতিমধ্যে এক রাতেই তিন ডিগ্রি তাপমত্রা নেমে গিয়েছে। কমছে তাপমাত্রা ফলে, বাড়ছে শীত।

আবহাওয়া দফতরের তরফ থেকে জানা গিয়েছে যে আগামী দু’দিনে আরও তাপমাত্রা কমবে এবং তারপরে আরও দু-তিন দিন একইরকম থাকবে তাপমাত্রা।  

আজ, শুক্রবারে দক্ষিণবঙ্গের চার জেলায় ছিল কুয়াশার দাপট। অন্যদিকে উত্তরবঙ্গে ছিল ঘন কুয়াশা। এই পৌষে পড়ছে জাঁকিয়ে শীত। তবে, হাড়কাঁপানো শীত থাকবে না মকরের স্নানে।

1673619389_shutterstock_1899329959-1

জানা গিয়েছে যে কলকাতাইয় তাপমাত্রা নেমে গিয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াসে। এছাড়া হাওয়া অফিস জানিয়েছে যে পশ্চিমের জেলায় শীতের কাঁপন দেবে সকলকে। ১০ ডিগ্রি বা তার নীচে তাপমাত্রা নেমে যেতে পারে।

বুধবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। এবার বাড়তে থাকবে তাপমাত্রা। জানা গিয়েছে যে বৃহস্পতিবার ও শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে  হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে এবং বেলা বাড়লেই মূলত পরিষ্কার হবে আকাশ।

অন্যদিকে, সোমবার থেকে বুধবার পর্যন্ত সিকিমে বৃষ্টি ও তুষারপাতের সম্ভবনা রয়েছে।ফলে, সেই প্রভাব পড়বে দার্জিলিং শহরেও। সেখানেও হাল্কা বৃষ্টির সম্ভবনা রয়েছে।

আজ, ১২ই জানুয়ারি কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রা।  বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৫৭ থেকে ৯৫ শতাংশ। গতকাল, বৃহস্পতিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রা।

জানা গিয়েছে যে আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ১৪ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...