রাজ্যে কমছে তাপমাত্রার পারদ! তাহলে কি বঙ্গে ফের শীত ফিরছে?

ফের রাজ্যে নামল পারদ! একদিন আগেও ঘরে ঘরে পাখার ব্লেড ঘুরছিল। রোদের তাপে বসন্তে কাঠফাটা রোদে মনখারাপ হয়ে গিয়েছিল শীতপ্রেমীদের। কিন্তু বৃষ্টির সাথে ঝোড়ো হাওয়ার দাপটের জেরেই ফের তাপমাত্রার এমন বদল। আপাতত মন খারাপটা একটু হলেও কমল সকলের। খানিকটা স্বস্তি পেল গোটা রাজ্যবাসী।

আজ অর্থাৎ শুক্রবারেও গোটা রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে। শোনা গিয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তাই তাপমাত্রা এখন প্রায় ঠাণ্ডাই থাকবে। অন্যদিকে, জানা গিয়েছিল যে দিনভর মেঘলা আকাশ থাকবে, তাইই ছিল। 

প্রথমেই জেনে নেওয়া যাক, দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন আছে এবং আগামী ক’দিন কেমন থাকবে। 

আবহাওয়া অফিস জানিয়েছে যে পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালী হাওয়ার সংঘাতেই এই বৃষ্টি হচ্ছে। সাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। আর এর প্রভাবেই বৃষ্টিপাত চলবে।

image_2024_02_23T12_23_00_690Z

আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা রয়েছে। এছাড়া শোনা গিয়েছে যে পশ্চিমের জেলায় শিলাবৃষ্টি ও দমকা ঝোড়ো হওয়ার আশঙ্কা রয়েছে।

আগামিকাল অর্থাৎ ২৪ ফেব্রুয়ারি বৃষ্টি খানিকটা কমবে। তবে, রবিবার থেকে ফের বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। আরও জানা গিয়েছে দক্ষিণবঙ্গের উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে মাঝারি বৃষ্টি চলবে বিক্ষিপ্তভাবে।    

এবার জেনে নেওয়া যাক উত্তরবঙ্গের আবহাওয়া কেমন রয়েছে এবং থাকবে।

জানা গিয়েছে যে উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ। এছাড়া প্রতিটি জেলাতেই হালকা কুয়াশা থাকবে। আবহাওয়া দফতর জানিয়েছে উত্তরবঙ্গে শনিবারের পর থেকে দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টি হতে পারে, তবে বাকি জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই।

এখন সবার মনে একটাই প্রশ্ন। শীত কি আবার ফিরতে পারে? এই বিষয়ে আবহাওয়া দফতর কি বলছে? জানা গিয়েছে যে মেঘলা আকাশ ও বৃষ্টির কারণে সামান্য তাপমাত্রা কমলেও খুব বেশি তাপমাত্রা কমার কোনও সম্ভাবনা নেই। স্বাভাবিকের উপরে উঠে গেছে তাপমাত্রা সেই তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি আসতে পারে। তবে, স্বাভাবিকের নীচে নামার সম্ভাবনা আর নেই।

ফলে, এখান থেকে বোঝাই যাচ্ছে যে শীত আর কোনও ভাবেই ফিরছে না। এটা একেবারে স্পষ্ট!

এটা শেয়ার করতে পারো

...

Loading...