রাজ্যে বইছে হাড়হীম করা শীতের দাপট, আগামী ২৪ ঘন্টার মধ্যে আবহাওয়ার পরিবর্তন

শহরে শীতের আমেজটা বেশ হাড়হীম। একদিকে যেমন চলছে শৈত্য প্রবাহ, ঠিক তেমনি রয়েছে ঘন কুয়াশার সতর্কতা। ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা আর কমবে শীত।

আগামী ২৪ ঘন্টার মধ্যে উত্তরবঙ্গের দার্জিলিঙে হালকা বৃষ্টির সম্ভবনা রয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার থেকে পরিবর্তন হবে আবহাওয়া।

আবহাওয়া দফতরের তরফ থেকে জানা গিয়েছে যে রাজ্যের পশ্চিমের জেলায় চলবে শৈত্যপ্রবাহ। আজও পুরুলিয়া-সহ পশ্চিমের কিছু অংশে শৈত্যপ্রবাহ চলছে।

Kolkata-Rains-c

উত্তরবঙ্গে থাকবে ঘন কুয়াশার দাপট, অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহতে থাকবে ঘন কুয়াশার সতর্কতা।  

অন্যদিকে, দক্ষিণবঙ্গের বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়াতে রয়েছে ঘন কুয়াশার সতর্কতা। এছাড়া জানা গিয়েছে যে বহু এলাকায় দৃশ্যমানতা ২০০ মিটারের নীচে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।   

তবে, রাজ্যের বাকি জেলাতেও থাকবে হালকা থেকে মাঝারি কুয়াশার সতর্কতা। সেখানে দৃশ্যমানতা নেমে যাবে একেবারে ৫০০ মিটারের নীচে।

হাওয়া অফিস জানিয়েছে যে রাজ্যজুড়ে বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলা এবং দক্ষিণবঙ্গের উপকূলের জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। সোমবার থেকে বুধবারের মধ্যে সিকিম অঞ্চলে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে।

এছাড়া কলকাতা শহরে শীতের এই হাড়কাঁপুনি ঠান্ডা আরও ২৪ থেকে ৪৮ ঘণ্টা পর্যন্ত থাকবে। এরপরেই তাপমাত্রা বাড়বে, সাথে কমবে ঠান্ডা। মঙ্গলবার থেকে আবহাওয়ার পরিবর্তন এবং বুধবার থেকে কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

সোমবার অর্থাৎ আজ কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৪.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রা। গতকাল, রবিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.১ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিক তাপমাত্রার থেকে যা ৩ ডিগ্রি সেলসিয়াস নীচে। এছাড়া বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ থাকবে ৫৫ থেকে ৯৬ শতাংশ।

আবহাওয়া দফতরের থেকে জানা গিয়েছে যে আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ১৪ থেকে ২৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...