এই পৌষ সংক্রান্তিতে কলকাতা শহরে কেমন থাকবে তাপমাত্রা?

এসেই গেল পিঠে-পার্বণ উৎসব। এই দিনটার জন্য প্রত্যেক বাঙালিরা অপেক্ষায় থাকেন। বাড়ি বাড়ি পিঠে পুলির গন্ধে মম করতে থকে। এই   পৌষ সংক্রান্তিতে জাঁকিয়ে শীত পড়ে বাংলায়। তাই সকলে পিঠে খাওয়ার সাথে শীতের আমেজের মজাটা বেশ আলাদা।

কিন্তু এই বছর গল্পটা বেশ অন্যরকম। পৌষ সংক্রান্তি এসে গেল। কিন্তু শীত কই? শীত তো উধাও শহর থেকে। এবারে কি সত্যি তাহলে কোনও শীত পড়বে না? কি বলছে কলকাতা আবহাওয়া দফতর?

এখন শীত না থাকলেও, আবহাওয়া দফতর জানাচ্ছে যে প্রত্যেক বছরের মতন এই পৌষ সংক্রান্তিতেও পড়বে শীত। জানা গিয়েছে যে কলকাতা শহরে প্রায় ১৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে তাপমাত্রা।

আরও জানা গিয়েছে যে আগামী বৃহস্পতিবারের পর থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। উত্তরের হাওয়ার দাপট বাড়তে থাকবে। তাই সপ্তাহের শেষে ক্রমশ নামবে পারদ। ফলে স্বাভাবিকের থেকে দু-তিন ডিগ্রি তাপমাত্রা নেমে যেতে পারে। এই জাঁকিয়ে শীতের আমেজ চলবে ৪-৫ দিন পর্যন্ত।

kolkata_weather_in_winter_file_picture

তবে, এই ক’টা দিন অর্থাৎ আগামী দু-তিন দিন তাপমাত্রা এক থাকবে। বেড়ে গেছে তাপমাত্রা। দেখা গিয়েছে, ১৭ ডিগ্রি ছাড়িয়ে গেল কলকাতার তাপমাত্রা। সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা ও ধোঁয়াশা পরিবেশ থাকলেও দিন বাড়লে পরিষ্কার হয়ে যাচ্ছে আকাশ। এছাড়া জানা গিয়েছে যে আপাতত এখন বৃষ্টির কোনও সম্ভবনা নেই।   

আজকে অর্থাৎ সোমবারের তাপমাত্রা কেমন রয়েছে? জানা গিয়েছে সর্বনিম্ন তাপমাত্রা ১৭.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে যা ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। এছাড়া, গতকাল  অর্থাৎ রবিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৩ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে এক ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৪৯ থেকে ৯৪ শতাংশ।

আবহাওয়া দফতর জানিয়েছে যে আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ১৭ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...