বৃহস্পতিবার মুর্শিদাবাদের কিরীটেশ্বরী গ্রামকে ২০২৩ সালের ‘দেশের সেরা পর্যটন গ্রাম’ হিসেবে ঘোষণা করা হয়েছে

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার অর্থাৎ ২১-এ সেপ্টেম্বর ঘোষণা করেছেন যে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার কিরিটেশ্বরী গ্রামকে ২০২৩ সালের ‘দেশের সেরা পর্যটন গ্রাম’ হিসাবে নির্বাচিত করল কেন্দ্রীয় পর্যটক মন্ত্রক।

এই প্রতিযোগিতায় ৩১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে ৭৯৫টি গ্রামকে ২০২৩ সালের ‘সেরা পর্যটন গ্রাম প্রতিযোগিতা’-য় অংশ নেওয়ার জন্যে আবেদন করা হয়েছিল৷ মুখ্যমন্ত্রী মমতা এই কৃতিত্বের জন্য সেই গ্রামের বাসিন্দাদের অভিনন্দন জানিয়েছেন৷

kr3-1603450350

আগামী ২৭ সেপ্টেম্বর নয়াদিল্লি শহরে হবে এই পুরষ্কার প্রদান অনুষ্ঠানটি । সেখানে ভারত সরকার আনুষ্ঠানিকভাবে কিরীটেশ্বরী গ্রামকে দেশের পর্যটন ল্যান্ডস্কেপে তার অসামান্য অবদানের জন্য সম্মানিত করবে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার তাঁর এক্স হ্যান্ডলে (টুইটার)-এ জানিয়ে লিখেছেন, ‘‘আনন্দের সঙ্গে জানাচ্ছি, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার কিরীটেশ্বরীকে ভারত সরকারের পর্যটন মন্ত্রক ভারতের সেরা পর্যটন গ্রাম হিসেবে নির্বাচিত করেছে। দেশের ৩১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে প্রাপ্ত ৭৯৫টি আবেদনের মধ্যে ২০২৩ সালের ‘সেরা পর্যটন গ্রাম প্রতিযোগিতা’ হয়েছিল। সেখানেই এই নির্বাচন হয়েছে৷ আগামী ২৭ সেপ্টেম্বর নয়াদিল্লিতে হবে পুরস্কার প্রদান অনুষ্ঠান। আমি ওই গ্রামের বাসিন্দাদের অভিনন্দন জানাই। জয় বাংলা!’’

মুর্শিদাবাদের দহপাড়া রেলস্টেশন থেকে পাঁচ কিলোমিটার দূরেই আছে এই কিরীটেশ্বরী গ্রামে মন্দিরের অবস্থান। কথিত আছে, সেখানে সতীর মুকুট বা কিরীট পড়েছিল। সেই কারণে অনেকেই দেবীকে ‘মুকুটেশ্বরী’ বলেও ডাকে। ইতিহাসের পাতা ওলটাতে গেলে জানা যায় যে ১৪০৫ সালে এই দেবীর প্রাচীন মন্দিরটি ভেঙে যায়। এরপর উনিশ-শতকে লালগোলার রাজা দর্পনারায়ণ রায় একটি নতুন মন্দির নির্মাণ করেন। পরে সেখানে স্থানীয় মুসলমানদের একাংশ মন্দিরের জন্য জমি দান করেন। মহামায়া পূজা উপলক্ষে মন্দির চত্বরের ওই জমিতে প্রতি পৌষ মাসে মেলা বসে। সেখানের সংগঠনের দায়িত্বে রয়েছেন মুসলমানেরা।

অন্যদিকে, স্পেনে সফল সফর শেষ হতেই বৃহস্পতিবার সকালেই আরব (ইউএই) পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি সেখানে তাঁর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে, বিশেষত একটি ব্যবসায়িক শীর্ষ সম্মেলন রয়েছে।

এক সংবাদ মাধ্যমে জানা গিয়েছে যে মুখ্যমন্ত্রী আজ সকালেই আরবে পৌঁছেছেন। তিনি আগামী দুই দিন সেখানে থাকবেন এবং একটি ব্যবসায়িক শীর্ষ সম্মেলন সহ একাধিক মিটিংয়ে অংশ নেবেন। তিনি এনআরআইদের একটি গ্রুপের সাথেও দেখা করবেন। জানা গিয়েছে, ২৩-এ সেপ্টেম্বর দুবাই থেকে কলকাতায় ফিরছেন মুখ্যমন্ত্রী।

এটা শেয়ার করতে পারো

...

Loading...