১১ অগাস্ট বড়পর্দায় আসছে মৈনাক ভৌমিকের ‘চিনি ২’

এবারে চিনি আর মিষ্টি আরও মিষ্টি। কারণ মা-মেয়ের জুটি দুয়ে-দুয়ে চার হয়ে জোট বেঁধে তৈরি করে ফেলেছেন এক মারকাটারি প্রমীলা বাহিনী!  সামনে এসেছে চিনি-২ ছবির মোশন পোস্টার। আর তা দেখেই চমকে উঠেছেন মিষ্টি-চিনির ফ্যানকুল। আগামী ১১ অগাস্ট বড়পর্দায় মুক্তি পেতে চলেছে মৈনাক ভৌমিকের আপকামিং ছবি ‘চিনি ২।

ছবির পোস্টারে দেখা যাচ্ছে চার নারীকে। অপরাজিতা- মধুমিতার পাশে লিলি চক্রবর্তী আর পিঙ্কি বন্দ্যোপাধ্যায়। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অনির্বাণ চক্রবর্তী, সৌম্য মুখোপাধ্যায়কে।

chini

চিনি-২ মূল কাহিনি আবর্তিত হয়েছে চিনি আর মিষ্টিকে নিয়ে। তবে এক নতুন রূপে, নতুন বন্ধনে। এবার আর মা-মেয়ে নয়, বন্ধু হয়েই আসছেন মধুমিতা-অপরাজিতা। অন্য আবেগ আর বন্ধুত্বের গল্প বলবে তারা। ম্পূর্ণ ভিন্ন মতে বিশ্বাসী, সম্পূর্ণ উল্টো দৃষ্টিকোণ সম্পন্ন দুই আলাদা চরিত্রে দেখা যাবে তাঁদের। 

এই ছবিতে দেখা যাবে স্বামী শুভর সঙ্গে থাকেন মিষ্টি। তাঁর স্বামীর চরিত্রে দেখা যাবে অনির্বাণ চক্রবর্তীকে।

২০২০ সালে মুক্তি পেয়েছিল মৈনাক ভৌমিক 'চিনি'। ছবিতে দেখা গিয়েছিল এক আধুনিক কর্মরতা মেয়ের গল্প। তাঁর মায়ের সঙ্গে ভালবাসা-ঝগড়া-খুনসুটির গল্প।

ভেঙ্কটেশ ফিল্মসের প্রযোজনায় তৈরি ‘চিনি ২’ ছবিতে সিনেমাটোগ্রাফি করেছেন মধুরা পালিত এবং সংগীত পরিচালনার দায়িত্ব সামলেছেন মৈনাক মজুমদার।

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...