চিকিৎসাধীন অবস্থায় চেন্নাইতে নেই খাওয়া দাওয়ার চিন্তা

চিকিৎসার জন্য বাংলা থেকে ভিনরাজ্যে গেছেন? চিকিৎসার পাশাপাশি থাকা ও খাওয়ার খরচ নিয়েও ভাবতে হয়| দারিদ্রসীমার নিচে থাকা বাঙালিদের বহু সময়ই চিকিৎসার জন্য যেতে হয় চেন্নাই| চিকিৎসার পাশাপাশি খাওয়াদাওয়াও বেশ খরচ সাপেক্ষ| এবার তাদের কথা ভেবেই চেন্নাইয়ের দ্য বেঙ্গল অ্যাসোসিয়েশন-র গেস্ট হাউজের অভিনব উদ্যোগ| এবার চিকিৎসা করাতে আসা মানুষরা পাবেন এই গেস্ট হাউজে সুলভ মূল্যে থাকা খাওয়ার সুব্যবস্থা| চিকিৎসা করাতে এসে রোগী ও তার পরিবারকে অন্তত ১৫-২০ দিন থাকতে হয়| সেক্ষেত্রে চেন্নাইতে রোগীদের থাকা খাওয়ার সুবন্দোবস্ত করছে এই সংস্থা, বিপিএলের তালিকাভুক্ত রোগীরাই পাবেন এই সুযোগ| এই ব্যবস্থা হবে শুধুমাত্র দারিদ্রসীমার নীচে বসবাসকারীদের| সূত্রের খবর থেকে আরও জানা যাচ্ছে যে সংস্থার সেক্রেটারী জানিয়েছেন গত দেড় বছর আগে এক আলোচনায় স্থির হয় যে দারিদ্রসীমার নীচে বসবাসকারী যারা ভেলোরে চিকিৎসা করাতে আসেন তাদের জন্য এই ব্যবস্থা করা হোক| দারিদ্রসীমার নিচে বসবাসকারী বাঙালিদের জন্য গেস্টহাউসে কম টাকায় থাকা খাওয়ার ব্যবস্থা করা হবে| তবে এই বন্দোবস্ত করা হলেও পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে| তবে এই সুব্যবস্থা খুবই সীমিত গেস্ট হাউসের ১২টি ঘর রয়েছে যার মধ্যে ৩-৪টি ঘর দরিদ্র রোগীর জন্য বরাদ্দ আছে| যদিও এই পরিষেবায় বিশেষভাবে উপকৃত হয়েছেন অনেকেই|

এটা শেয়ার করতে পারো

...

Loading...