জন্মাষ্টমীর পাশাপাশি লোকনাথ বাবার জন্মদিন, চাকলা ধামে লক্ষাধিক ভক্তসমাগম

জন্মাষ্টমীর দিনেই জন্ম শ্রী লোকনাথ বাবার। জন্মাষ্টমীর পুজোতে যেরকম চারিদিকে ভক্তের সমাগম সেরকমই শ্রী লোকনাথে বাবার জন্মতিথি উদযাপন লক্ষাধিক ভক্তসমাগম চাকলা ধামে।

krishna-janmashtami-2023-puja-tips_11zon

রাত থেকেই শুরু হয়ে গিয়েছে বাবার মাথায় জল ঢালা। বহু জায়গা থেকে ভক্তদের ঢল নেমে আসে মন্দিরে। তারা নিজেদের মনস্কামনা পূরণ করে।৮ থেকে ৮০ সকল বয়সের মানুষ সকলেই বাবার মাথায় জল ঢেলে প্রার্থনা করেন পরিবারের সুখ শান্তি যাতে বজায় থাকে।

জন্মাষ্টমীতে বাবার জন্মদিনে তাঁর মাথায় জল ঢেলে ও বিশেষ পুজোর মধ্যে দিয়ে এদিন চাকলায় যেন উৎসব শুরু হয়। বহু দূর-দূরান্ত থেকে পায়ে হেঁটে মানুষজন এদিন উত্তর ২৪ পরগনা জেলার দেগঙ্গার চাকলা ধামে আসে।

মন্দিরে ভক্তদের কাছ থেক সংবাদ মাধ্যমে জানা গিয়েছে যে অনেকেই বহু দূর থেকে এসেচভহে যেমন কেউ এসেছেন কুড়ি কিলোমিটার হেঁটে আবার কেউ ১২ কিলোমিটার পাঁয়ে হেঁটে। ভক্তরা এটাও জানিয়েছেন যে লম্বা লাইনে দাঁড়িয়ে সুশৃঙ্খল ভাবে বাবার মূর্তিতে জল ঢেলে পুজোপাঠ করতে পেরেছে।

লক্ষাদিক ভক্ত সমাগমের কারণে জেলা পুলিশের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছিল মন্দির চত্বর-সহ আশপাশের এলাকাগুলিতে। অন্যদিকে, প্রশাসন ও মন্দির কমিটির তরফ থেকে বিশেষ ব্যবস্থা করা হয়েছিল দূর-দূরান্ত থেকে আসা ভক্তদের জন্য যাতে কোনও রকম সমস্যার সম্মুখীন না হতে হয়।

প্রত্যেক বছরে এই চাকলা ধামে ভক্তরা আসেন বাবার টানে। তাদের বিশ্বাস বাবার মাথায় জল ঢেলে মনের শান্তির পাশাপাশি মনের ইচ্ছা জানালেও সেটা পূরণ হয়।

এই বিশেষ দিনে কলকাতা সহ গোটা রাজ্য জুড়ে জন্মাষ্টমী পালনের পাশাপাশি ভক্তি, শ্রদ্ধায় ও লোকনাথ বাবার বন্দনায় আরধ্য ভক্তরা।   

  • ট্যাগ

এটা শেয়ার করতে পারো

...

Loading...